ICC World Cup 2023: বছর কুড়ির ব্যবধানে সেরা হয়েও ‘সেরা’ হওয়া হল না সচিন-বিরাটের
India vs Australia, ICC ODI World Cup 2023: ক্রিকেট মহলে তো বটেই, ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে বার বার আলোচনা হচ্ছিল, তেইশের বিশ্বকাপ ফাইনাল টিম ইন্ডিয়ার জন্য বদলার। কিন্তু অজিদের বিরুদ্ধে ২০ বছরের সেই হারের বদলা নিতে পারল না মেন ইন ব্লু। বরং ভারতের মাটিতে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়াকে হারিয়ে ষষ্ঠ বার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।

আমেদাবাদ: মোতেরায় টিম ইন্ডিয়ার (Team India) স্বপ্নভঙ্গ। ক্রিকেট মহলে তো বটেই, ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে বার বার আলোচনা হচ্ছিল, তেইশের বিশ্বকাপ ফাইনাল টিম ইন্ডিয়ার জন্য বদলার। কিন্তু অজিদের বিরুদ্ধে ২০ বছরের সেই হারের বদলা নিতে পারল না মেন ইন ব্লু। বরং ভারতের মাটিতে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়াকে হারিয়ে ষষ্ঠ বার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। বছর কুড়ি আগের বিশ্বকাপের সঙ্গে এ বারের বিশ্বকাপের আরও একটি মিল পাওয়া গিয়েছে। ২০০৩ ওডিআই বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তেইশের বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু কুড়ি বছরের ব্যবধানে যে ছবি বদলালো না, তা হল ভারতের ট্রফি অধরাই রইল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টুর্নামেন্টে সেরার সেরা হলেন, কিন্তু বিশ্বজয়ের স্বাদ পাননি সচিন-বিরাট…
জোহানেসবার্গে হওয়া ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার হয়েছিলেন সচিন তেন্ডুলকর। ১১ ম্যাচে সচিন করেছিলেন ৬৭৩ রান। গড় ছিল ৬১.১৮। ২০০৩ বিশ্বকাপে সেরার সেরার পুরস্কার পেলেও বিশ্বসেরা হয়নি ভারত। কুড়ি বছর পর অদ্ভুতভাবে মিলে গেলেন সচিন ও বিরাট। ভারতের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার হয়েছেন বিরাট কোহলি। ১১ ম্যাচে কোহলির ব্যাটে এসেছে ৭৬৫ রান। গড় ৯৫.৬২। কিন্তু সেই সোনালি ট্রফির স্বাদ পাওয়া হল না বিরাটের।
Two icons. Twenty years apart.
Both won ‘Player of the Tournament’ for their individual performances, but dealt with a heartbreak in the finals. This hits hard! Big time 💔#worldcup2023 #cwc2023 #teamindia #sachintendulkar #ViratKohli𓃵 pic.twitter.com/qCEg0cMX7f
— Priya Adivarekar (@priyaadivarekar) November 19, 2023
২০০৩ সালে বিশ্বজয় না করতে পারলেও ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। আর ওই বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন সচিন তেন্ডুলকর। আর সে বার ভারতের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন বিরাট কোহলিও। এ বার বিরাট কোহলির সুযোগ ছিল দ্বিতীয় বার ওডিআই বিশ্বকাপ জেতার। সেটা হল না।





