Sachin Tendulkar: এ যেন অবিকল মাস্টার ব্লাস্টার! বিশ্বকাপের আবহে ওয়াংখেড়েতে সচিনের মূর্তি উন্মোচন

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Nov 01, 2023 | 2:11 PM

Sachin Tendulkar Statue: বর্নময় কেরিয়ার তাঁর। বল বয় থেকে ভগবান হয়ে ওঠা। সর্বকালের সেরা ব্যাটারদের মধ্য়ে অন্যতম তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ টেস্ট খেলার নজির রয়েছে সচিনের। টেস্ট কেরিয়ারে ১৫ হাজার ৯২১ রান রয়েছে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে। ওয়ান ডে ফর্ম্যাটে সচিনের পুঁজি ১৮ হাজার ৪২৬ রান । ওয়াখেড়ের এই মাঠে খেলেই বড় হয়ে ওঠা। তাই এই মাঠ প্রিয় সচিনকে আজীবন রেখে দিতে চায়।

Sachin Tendulkar: এ যেন অবিকল মাস্টার ব্লাস্টার! বিশ্বকাপের আবহে ওয়াংখেড়েতে সচিনের মূর্তি উন্মোচন
,সচিন তেন্ডুলকরের মূর্তি

Follow Us

মুম্বই: বিশ্ব ক্রিকেটের ভগবান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক। তাঁর ব্যাটের শাসনে কাঁপত প্রতিপক্ষ। তিনি আর কেউ নন, ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর। বিশ্বকাপের মাঝে প্রিয় সচিনের মূর্তি উন্মোচন হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই মাঠেই ঘরোয়া ক্রিকেটে হাতেখড়ি মাস্টার ব্লাস্টারের। তাই ওয়াংখেড়ের মাঠেই তাঁকে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।  সচিনের আদলে মূর্তি উন্মোচিত হতে চলছে এই স্টেডিয়ামে। কবে উন্মোচিত হবে এই মূর্তি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

 

বর্নময় কেরিয়ার তাঁর। বল বয় থেকে ভগবান হয়ে ওঠা। সর্বকালের সেরা ব্যাটারদের মধ্য়ে অন্যতম মাস্টার ব্লাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ টেস্ট খেলার নজির রয়েছে সচিনের। টেস্ট কেরিয়ারে ১৫ হাজার ৯২১ রান রয়েছে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে। ওয়ান ডে ফর্ম্যাটে সচিনের পুঁজি ১৮ হাজার ৪২৬ রান । ওয়াখেড়ের এই মাঠে খেলেই বড় হয়ে ওঠা। তাই এই মাঠ প্রিয় সচিনকে আজীবন রেখে দিতে চায়। ইতিমধ্যেই তেন্ডুলকরের নামাঙ্কিত একটি স্ট্যান্ড রয়েছে এই স্টেডিয়ামে। তার পাশেই বসছে আরও একটি মূর্তি। মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সচিন । এছাড়াও উপস্থিত থাকবেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। থাকবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহও।

আগামীকাল অর্থাৎ ২রা নভেম্বর ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। প্রথমে স্থির হয়েছিল ওই দিনই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানটি হবে। তবে পরে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ১ লা নভেম্বর শুভ কাজটি সম্পন্ন হবে।  ১৯৮৭ সালে বল বয় থেকে দেশের হয়ে ছয়টি টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করা, মুখের কথা নয়। জগৎজোড়া খ্যাতি তাঁর। দলের জন্য সচিনের অবদান ভোলেনি ক্রিকেট বিশ্ব। তাই প্রিয় সচিনকে বিশেষভাবে সম্মান জানাতে এই প্রয়াস। মূর্তি উন্মোচনের খবরটা প্রথম সামনে এসেছিল চলতি বছরের শুরুর দিকে। এরপর থেকেই ভক্তদের মধ্য়ে তৈরি হয় উন্মাদনা । এপ্রিল মাসে সচিনের ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে এই মূর্তিটি নির্মাণ করা হয়েছিল। তবে তাঁর জন্মদিনের সময় এটি উদ্বোধন করা সম্ভব হয়নি।

Next Article