Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরের অনুরোধে বদলাচ্ছে না নাম! ঐতিহ্যের পক্ষে ‘মাস্টারস্ট্রোক’

India Vs England Test Series: ইংল্যান্ডের মাটিতে ভারত টেস্ট খেললে সেই ট্রফির নাম ছিল পতৌদি ট্রফি। আর সিরিজ ভারতের মাটিতে হলে অ্যান্থনি ডি মেলো ট্রফি। যদিও এই সিরিজের আগে সিদ্ধান্ত নেওয়া হয়, ইংল্যান্ডের মাটিতে ট্রফির নাম বদল। এর মাঝেই 'মাস্টার'স্ট্রোক।

Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরের অনুরোধে বদলাচ্ছে না নাম! ঐতিহ্যের পক্ষে মাস্টারস্ট্রোক
Image Credit source: PTI FILE

Jun 16, 2025 | 4:55 PM

শুক্রবার শুরু হচ্ছে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শুভমন গিলের নেতৃত্বে খেলবে ভারত। সিরিজ শুরুর অনেক আগেই অবশ্য় হইচই পড়ে গিয়েছিল। বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন। টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে তরুণ, এই ফরম্যাটে অনভিজ্ঞ শুভমন গিলকে। তা নিয়ে যেমন চর্চা, তেমনই ট্রফির নাম বদল নিয়েও আলোচনা হয়েছে অনেক। ইংল্যান্ডের মাটিতে ভারত টেস্ট খেললে সেই ট্রফির নাম ছিল পতৌদি ট্রফি। আর সিরিজ ভারতের মাটিতে হলে অ্যান্থনি ডি মেলো ট্রফি। যদিও এই সিরিজের আগে সিদ্ধান্ত নেওয়া হয়, ইংল্যান্ডের মাটিতে ট্রফির নাম বদল। এর মাঝেই ‘মাস্টার’স্ট্রোক।

ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, ইংল্যান্ডের মাটিতে ভারত-ইংল্যান্ড সিরিজে ট্রফির নাম করা হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। অতীতে যা ছিল, ইফতিকার আলি খান ও মনসুর আলি খান পতৌদির নামে ‘পতৌদি’ ট্রফি। এই সিরিজ থেকে এর নাম হওয়ার কথা ছিল জেমস অ্যান্ডারসন ও সচিন তেন্ডুলকরের নামে। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে সদ্য লর্ডসেই এই ট্রফির উন্মোচন হওয়ার কথা ছিল। যা পিছিয়ে দেওয়া হয়।

ট্রফির নাম বদল নিয়ে নানা মতও আসে। কেউ এর পক্ষে, অনেকেই বিপক্ষে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, সচিন তেন্ডুলকর নিজেও এ বিষয়ে অস্বত্বিতে পড়েছেন। যে কারণে তিনি ইংল্যান্ড বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলেছেন এই বিষয়টি পুনরায় বিবেচনার জন্য। ভারতীয় বোর্ডের প্রাক্তন সচিব তথা বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে খবর। সচিনের অনুরোধ মেনেও নেওয়া হয়েছে। ইংল্যান্ড বোর্ড সূত্রে খবর, এই ট্রফির সঙ্গে পতৌদি নামই যুক্ত থাকবে।