কলকাতা: বিশাখাপত্তনমে ব্যাট নাকি জাদুদণ্ড ছিল যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) হাতে? তিনি যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাটিং করলেন তাতে এ কথাই যেন বলতে হচ্ছে। ২২ বছরের যশস্বীর ডাবল সেঞ্চুরি এখন ক্রিকেট মহলে আলোচনার বিষয়। জিমি অ্যান্ডারসন, টম হার্টলি, শোয়েব বশিরদের তোয়াক্কাই যেন করলেন না যশস্বী। বিশাখাপত্তনম টেস্টের প্রথম দিন শতরান করেছিলেন যশস্বী। আর দ্বিতীয় দিন করলেন দ্বিশতরান। তাঁকে নিয়ে যত বলা হয় ততই যেন কম হয়ে পড়ে। একা কুম্ভ হয়ে বেন স্টোকসদের বিরুদ্ধে লড়েছেন যশস্বী। ম্যাজিশিয়ানকে তাই প্রশংসায় ভরালেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং যশস্বী। তাঁকে নিয়ে কী বলছেন দেশ-বিদেশের ক্রিকেটাররা? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
বেন স্টোকসদের বিরুদ্ধে এক ম্যাজিক্যাল ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল। ২৯০ বলে ২০৯ রানের যশস্বীর এই ইনিংস নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে। ২২ বছরের যশস্বীর এটি কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এই চোখধাঁধানো ইনিংস তিনি ১৯টি চার ও ৭টি ছয় দিয়ে সাজিয়েছিলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর সেঞ্চুরির পর সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়া সাইট X এ তাঁর একটি ছবি দিয়ে লিখেছিলেন, যশস্বী ভব। এ বার তাঁর ডাবল সেঞ্চুরির পর সচিন লিখলেন, ‘অসাধারণ খেললে যশস্বী। দারুণ প্রয়াস।’
Well done Yashasvi. Super effort.#INDvENG pic.twitter.com/lhlKB5ilCK
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2024
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি নীল রংয়ের হৃদয়ের ইমোজি দিয়ে যশস্বীর ডাবল সেঞ্চুরির পর লিখেছেন, ‘জয়সওয়াল – বিশ্ব ক্রিকেটের একখানা অসাধারণ গল্প।’
Jaiswal – one of the greatest stories in world sport! 🩵
— Kevin Pietersen🦏 (@KP24) February 3, 2024
যশস্বীর ডাবল সেঞ্চুরির পর ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ লিখেছেন, ‘ভারতের তৃতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, যে টেস্টে ডাবল সেঞ্চুরি করল।’ এই লেখার পাশাপাশি ইয়ান বিশপ দু’টি হাতের ইমোজি দেন। যা অ্যাপ্রিসিয়েশন বোঝায়।
3rd youngest Indian to get a test match double century Yashasvi Jaiswal👏🏻👏🏻
— Ian Raphael Bishop (@irbishi) February 3, 2024
ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর সোশ্যাল মিডিয়া সাইটে যশস্বীর ডাবল সেঞ্চুরির পর লেখেন, ‘রানের প্রতি এই তরুণ ক্রিকেটারের খিদে আমাকে বিরাট আকর্ষণ করেছে। এই সিরিজে একটা অসাধারণ ইনিংস খেলল যশস্বী জয়সওয়া। দারুণ’
His off side strokeplay and lofted shots are a sight to behold. But what impresses me the most about this young man is his hunger for runs. A vital knock in the context of the series, very well played @ybj_19 👏🏽 #INDvENG pic.twitter.com/xy7mU4opqf
— Wasim Jaffer (@WasimJaffer14) February 3, 2024