Sachin Tendulkar vs Virat Kohli: সচিনের সঙ্গে লড়াইয়ে অনেক এগিয়ে বিরাট কোহলি!

Team India: ক্রিকেটে ১০০টা সেঞ্চুরির রেকর্ড একমাত্র সচিনেরই রয়েছে। সেই রেকর্ড কি বিরাট ভেঙে দেবেন? বিশেষজ্ঞমহল বিরাটের উপরেই আস্থা রাখছে।

Sachin Tendulkar vs Virat Kohli: সচিনের সঙ্গে লড়াইয়ে অনেক এগিয়ে বিরাট কোহলি!
সচিনের সঙ্গে লড়াইয়ে অনেক এগিয়ে বিরাট কোহলি!Image Credit source: ফাইল চিত্র

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 17, 2023 | 8:30 AM

কলকাতা: সেই পুরনো লড়াই ফিরে এসেছে আবার— সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) বনাম বিরাট কোহলি (Virat Kohli)! ক্রিকেটে ১০০টা সেঞ্চুরির রেকর্ড একমাত্র সচিনেরই রয়েছে। সেই রেকর্ড কি বিরাট ভেঙে দেবেন? বিশেষজ্ঞমহল বিরাটের উপরেই আস্থা রাখছে। গত তিনটে বছর খুব একটা ভালো যায়নি ভিকে-র। ২০১৯ সালে ইডেনে গোলাপি টেস্টে সেঞ্চুরির পর লম্বা খরা দেখা গিয়েছিল বিরাটের ব্যাটে। সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছেন। নতুন বছরটা যে তিনি রানের বন্যা বইয়ে দেবেন, তার আভাসও মিলছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দুটো সেঞ্চুরি করে ফেলেছেন। আর তার মধ্যে দিয়েই নানা নতুন রেকর্ড বানিয়ে ফেলেছেন বিরাট। সেই কারণেই হয়তো, সচিন বনাম বিরাট তত্ত্ব নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছে নতুন করে। কেরিয়ারে ৭৪তম সেঞ্চুরির পর বিরাট কোথায় দাঁড়িয়ে? পরিসংখ্যানের খাতা তুলে ধরল TV9 Bangla

ওয়ান ডে সেঞ্চুরির খাতা

কেরিয়ারে ১০টা একদিনের আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করতে সচিন নিয়েছিলেন ১৩১টা ইনিংস। বিরাট সেখানে নিয়েছেন ৮০টা। ৫১টা ইনিংস কম লেগেছে তাঁর। ১৫টা সেঞ্চুরির ক্ষেত্রে ১৮২টা ইনিংস লেগেছিল সচিনের। বিরাটের ১০৬। ২৫টা সেঞ্চুরি করতে সচিন নিয়েছিলেন ২৩৪টা ইনিংস। বিরাট নিয়েছেন ১৬২। ৩৫৫টা ইনিংস খেলে সচিন করেছিলেন ৪০টা সেঞ্চুরি। ২১৬টা ইনিংস লেগেছে বিরাটের। ৪৩১টা ইনিংস খেলে ৪৬টা ওয়ান ডে সেঞ্চুরি করেছেন সচিন। মাত্র ২৫৯টা ম্যাচ খেলে তা করেছেন বিরাট।

ম্যাচ জেতানো ইনিংসের খাতা

যে ২৫৯টা ম্যাচ বিরাট খেলেছেন, তার মধ্যে ১৫৭টা কার্যকর ইনিংস খেলেছেন, যাতে জয় পেয়েছে ভারত। আর তা করতে গিয়ে ৩৮টা সেঞ্চুরি করেছেন বিরাট। সর্বোচ্চ ১৮৩। গড় ৭৫.৬৫। হাফসেঞ্চুরিও ৩৮টা। মোট রান ৯১৫৪।
সচিন তাঁর কেরিয়ারে ২৩১টা ইনিংস খেলেছেন, যাতে জয় পেয়েছে ভারত। করেছেন ৩৩টা সেঞ্চুরি, ৫৯টা হাফসেঞ্চুরি। সর্বোচ্চ নট আউট ২০০। গড় ৫৬.৬৩। মোট রান ১১১৫৭।

প্রায় ২৫ বছরের কেরিয়ার জুড়ে সচিন প্রচুর মনে রাখার মতো ম্যাচ, ইনিংস উপহার দিয়ে গিয়েছেন তাঁর ভক্ত ও ক্রিকেট দুনিয়াকে। বিরাটও সেই পথেই হাঁটছেন। মাঝের তিনটে বছর বাদ দিলে এই ধারাবাহিকতা, এই আগ্রাসন যদি রাখতে পারেন বিরাট, তা হলে সচিনের অনেক আগেই হয়তো ১০০টা সেঞ্চুরির ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবেন ভিকে।