হায়দরাবাদ : সেঞ্চুরি হাঁকিয়ে, রেকর্ড গড়ে, দলকে প্লে অফের পথে এগিয়ে নিয়ে গেলেন কিং কোহলি। চলতি আইপিএলের (IPL 2023) প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া হায়দরাবাদের সূর্যোদয় হতে দিলেন না বিরাট কোহলি (Virat Kohli)। বছর চারেক পর কোহলির ব্যাটে আইপিএল শতরানের খরা কাটল। বিরাটের শতরান দেখে মুগ্ধ উপ্পলের হাউসফুল স্টেডিয়াম থেকে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের ঈশ্বর থেকে শুরু করে বিরাটের সতীর্থ ও প্রাক্তন তারকা ক্রিকেটাররাও কোহলির শতরান দেখে উচ্ছ্বসিত। আইপিএল কেরিয়ারে এটি বিরাটের ষষ্ঠ শতরান। সেঞ্চুরি হাঁকানোর পথে ৪টি ছয় ও ১২টি চার এসেছে বিরাটের ব্যাটে। কোহলির এই ক্লাসিক ইনিংস দেখে প্রশংসায় ভরিয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), এবিডি থেকে যুবরাজ সিংরা। বিরাটের সেঞ্চুরির জন্য সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টুইটারে বিরাটের প্রশংসায় সচিন লেখেন, ‘বিরাট যখন প্রথম বলেই কভার ড্রাইভ খেলেল, তখনই স্পষ্ট ছিল যে দিনটা ওর হতে চলেছে। বিরাট এবং ফাফ দু’জনের ব্যাটিং সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। শুধুমাত্র ওরা অনেক বড় শট খেলেছে তেমনটা নয়, দু’জনেই উইকেটের মধ্যে ভালো দৌড়েছে এবং একটা সফল পার্টনারশিপও গড়ে তুলেছিল। ওরা যেভাবে ব্যাটিং করেছে তাতে ওদের জন্য মোট রান ১৮৬ যথেষ্ট ছিল না।’
It was evident that this would be Virat’s day from the very first ball when he played that cover drive.
Virat and Faf both looked in total control, they not only played many big shots but also ran rather well between the wickets to build a successful partnership.
186 wasn’t a… pic.twitter.com/YpIFVroZfi
— Sachin Tendulkar (@sachin_rt) May 18, 2023
ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ টুইটারে বিরাট ও ফাফের জন্য লেখেন, ‘ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি একটা আলাদা স্টাইলে করে বিরাট ওর সেরা প্রদর্শন দেখাল। ফাফের জন্য মরসুমটা বেশ ভালো কাটছে।’
6th IPL century in style. #ViratKohli at his best . And what a great season for Faf. #SRHvRCB pic.twitter.com/a4cQhm9R0d
— Virender Sehwag (@virendersehwag) May 18, 2023
একঝলকে দেখে নিন বিরাটের শতরানের জন্য যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান, এবিডিরা যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন –
All rise for the King ? what a spectacular innings @imVkohli ? a treat to watch! @RCBTweets #RCBvsSRH
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 18, 2023
KING KOHLI well played shera @imVkohli @RCBTweets pic.twitter.com/qd3QoBM7Wb
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 18, 2023
What a day of cricket! ?? @imVkohli brings up yet another magnificent century, showcasing his class and determination. True batting genius! ? And a huge shout out to @faf1307 for an absolute gem of an innings ❤️#RCBvSRH #IPL2023 pic.twitter.com/lJo3zL0AzA
— Suresh Raina?? (@ImRaina) May 18, 2023
Top knock from Faf too. Great partnership! This team looks hungry. I’m excited
— AB de Villiers (@ABdeVilliers17) May 18, 2023
Virat Kohli ?
— Irfan Pathan (@IrfanPathan) May 18, 2023