RSWS 2022: ব্যাটসম্যান সচিন শূন্য, ক্যাপ্টেন সচিন চ্যাম্পিয়ন

Sachin Tendulkar: টুর্নামেন্টে নজরে ছিল মাস্টার ব্লাস্টারের ব্যাটিং। বেশ কিছু ইনিংস দর্শকদের চোখের আনন্দ দিয়েছিল। ফাইনালে তেমন ইনিংসেরই অপেক্ষায় ছিলেন ক্রিকেট অনুরাগীরা।

RSWS 2022: ব্যাটসম্যান সচিন শূন্য, ক্যাপ্টেন সচিন চ্যাম্পিয়ন
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2022 | 6:30 AM

রায়পুর : রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে (RSWS 2022) টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডস। এ বারও সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নেতৃত্বেই খেতাব জিতল তারা। ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা লেজেন্ডই। ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডসকে ৩৩ রানে হারাল ইন্ডিয়া লেজেন্ডস। অনবদ্য শতরান উইকেট কিপার ব্যাটসম্যান নমন ওঝা। সেমিফাইনালে অস্ট্রেলিয়া লেজেন্ডসকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচেও অনবদ্য ইনিংস খেলেছিলেন নমন ওঝা (Naman Ojha)। অল্পের জন্য তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি সেমিফাইনালে। খেতাবের ম্যাচে তাঁর তিন অঙ্কের রান পার্থক্য গড়ে দিল। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল শ্রীলঙ্কা লেজেন্ডস।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইন্ডিয়া লেজেন্ডস অধিনায়ক সচিন তেন্ডুলকর। টুর্নামেন্টে নজরে ছিল মাস্টার ব্লাস্টারের ব্যাটিং। বেশ কিছু ইনিংস দর্শকদের চোখের আনন্দ দিয়েছিল। ফাইনালে তেমন ইনিংসেরই অপেক্ষায় ছিলেন ক্রিকেট অনুরাগীরা। এই ম্যাচে আশাহত করলেন ব্যাটসম্যান সচিন। প্রথম ওভারে শেষ বলে স্ট্রাইক পেয়েছিলেন সচিন। প্রথম বলেই আউট হয়ে ফিরলেন। সচিনের গোল্ডেন ডাক হতাশ করলেও, দল চ্যাম্পিয়ন হল। সচিনের আউটের কিছুক্ষণের মধ্যেই ফেরেন সুরেশ রায়নাও। গত ম্যাচের মতো এক দিক আগলে রাখলেন নমন ওঝা। বিনয় কুমারের (২১ বলে ৩৬) সঙ্গে অনবদ্য জুটি গড়লেন। ফাইনালটা যেন তাঁরই ছিল। মাত্র ৭১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস নমন ওঝার। ১৫টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি মারলেন। তাঁর ইনিংসের সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রানের বড় স্কোর ইন্ডিয়া লেজেন্ডের।

NAMAN

শতরানের পর নমন ওঝা। ছবি : টুইটার

শ্রীলঙ্কা লেজেন্ড বোলিং বিভাগে নজর কাড়লেন নুয়ান কুলসেখারা। ৩ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। বোর্ডে ১৯৬ রানের বিশাল লক্ষ্য। যদিও শ্রীলঙ্কাকে শুরু থেকেই ধাক্কা দিলেন ভারতীয় বোলাররা। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন ঈশান জয়রত্নে। ২২ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এ ছাড়া জীবন মেন্ডিস, মাহেলা উদাত্তে যথাক্রমে ২০ ও ২৬ রান করেন। যদিও লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ শ্রীলঙ্কা। ভারতীয় বোলিং সেই সুযোগ দেয়নি। ১৮.৫ ওভারে ১৬২ রানেই অলআউট শ্রীলঙ্কা। বিনয় কুমার ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন অভিমন্যু মিঠুন।