Sachithra Senanayake: ক্রিকেটে ফিরল ম্যাচ গড়াপেটার ছায়া, গ্রেফতার লঙ্কান স্পিনার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 06, 2023 | 5:19 PM

ক্রিকেটে ফের ম্য়াচ গড়াপেটার ছায়া। তবে এ বার ভারতীয় ক্রিকেটে নয়, বরং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে এক প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে।

Sachithra Senanayake: ক্রিকেটে ফিরল ম্যাচ গড়াপেটার ছায়া, গ্রেফতার লঙ্কান স্পিনার
Sachithra Senanayake: ক্রিকেটে ফিরল ম্যাচ গড়াপেটার ছায়া, গ্রেফতার লঙ্কান স্পিনার
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ক্রিকেটে ফের ম্য়াচ গড়াপেটার (Match Fixing) ছায়া। তবে এ বার ভারতীয় ক্রিকেটে নয়, বরং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে এক প্রাক্তন শ্রীলঙ্কান (Sri Lanka) ক্রিকেটারের বিরুদ্ধে। তিনি সচিত্র সেনানায়েক। জাতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই খেলেছেন তিনি। ২০১৩ সালে কেকেআরের হয়ে আইপিএলেও খেলেছিলেন। সপ্তাহ তিনেক আগে আদালত সচিত্র সেনানায়েককে (Sachithra Senanayake) নির্দেশ দেয়, আগামী তিন মাস দেশ ছাড়তে পারবেন না তিনি। এ বার ম্যাচ ফিক্সিংয়ের জেরে গ্রেফতার হলেন প্রাক্তন লঙ্কান স্পিরান সচিত্র সেনানায়েক। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সেনানায়েকের বিরুদ্ধে ২০২০ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ গড়াপেটা করার চেষ্টার অভিযোগ উঠেছিল। শ্রীলঙ্কার হয়ে খেলা এই অফ স্পিনারের বিরুদ্ধে এরপর তদন্ত শুরু হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল দুই ক্রিকেটারকে ফোনে ম্যাচ ফিক্সিং করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এরপর লিখিত অভিযোগ দায়ের হতে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে শ্রীলঙ্কান পুলিশ। আদালতে চার্জশিট জমা দেওয়ার পর সেই মামলায় কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট সেনানায়েকের দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

আজ বুধবার, ৬ সেপ্টেম্বর সকালে সচিত্র সেনানায়েক আত্মসমর্পন করেন। তাঁকে ক্রীড়া দুর্নীতি শাখা গ্রেফতার করেছে। ৩৮ বছর বয়সী সচিত্র সেনানায়েক শ্রীলঙ্কার হয়ে ১টি টেস্ট, ৪৯টি ওডিআই এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। লঙ্কান জার্সিতে ওডিআই ও টি-টোয়েন্টিতে যথাক্রমে সেনানায়েক নিয়েছেন ৫৩টি ও ২৫টি উইকেট। ক্যারাম বলে দক্ষ বলে ২০১৩ সালে কেকেআর দলে নিয়েছিল সেনানায়েককে। ২০১৪ সালে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন সেনানায়েক। সে বার ভারতকে হারিয়ে কুড়ি বিশের বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। সে বছর তাঁর উপর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। তিনি বোলিং অ্যাকশন পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। কিন্তু পরবর্তীতে আর ছাপ রাখতে পারেননি। ২০২০ সালে ফেব্রুয়ারিতে তিনি অবসর নেন।

Next Article