Sai Sudharsan: জো’বার্গে রিঙ্কু নয়, সুদর্শনের অভিষেক; রান তাড়া করবে রাহুলের ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 17, 2023 | 7:03 PM

IND vs SA, 1st ODI: জোহানেসবার্গে তিন ম্যাচের ওডিআই সিরিজের আজ প্রথম ম্যাচ। টস জিতেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্কব়্যাম। এবং টস জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কব়্যাম। দুই দলেই ২জন তরুণ ক্রিকেটারের অভিষেক হয়েছে। প্রোটিয়াভূমে প্রথম ওডিআইতে রিঙ্কু সিংয়ের অবশ্য ডেবিউ হল না। একাদশে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন।

Sai Sudharsan: জোবার্গে রিঙ্কু নয়, সুদর্শনের অভিষেক; রান তাড়া করবে রাহুলের ভারত
Sai Sudharsan: জো'বার্গে রিঙ্কু নয়, সুদর্শনের অভিষেক; রান তাড়া করবে রাহুলের ভারত
Image Credit source: BCCI

Follow Us

জোহানেসবার্গ: প্রোটিয়াভূমে শুরু হল ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ওডিআই সিরিজ। এখনই একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার নয়া ফিনিশার রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ডেবিউ হল না। ওডিআই বিশ্বকাপ ফাইনালের একমাসের মধ্যে একদিনের ক্রিকেটে ফিরল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিরা প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই। এই সিরিজে মেন ইন ব্লুর নেতৃত্বের ব্যাটন রয়েছে লোকেশ রাহুলের হাতে। জোহানেসবার্গে তিন ম্যাচের ওডিআই সিরিজের আজ প্রথম ম্যাচ। টস জিতেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্কব়্যাম। এবং টস জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কব়্যাম। আজকের ম্যাচে জোড়া অভিষেক হল। দুই দলে ১জন করে ক্রিকেটারের দেশের জার্সিতে প্রথম বার ওডিআই ম্যাচ খেলতে চলেছেন। ভারতের একাদশে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন (Sai Sudharsan)। এ বার দেখার ডেবিউ ম্যাচে তিনি কেমন পারফর্ম করেন। দক্ষিণ আফ্রিকা টিমে ডেবিউ হয়েছে ২৮ বছর বয়সী বোলার নান্দ্রে বার্গারের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাই সুদর্শনের হাতে ওডিআই ডেবিউ ক্যাপ তুলে দেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। রিঙ্কু সিং এই প্রথম বার ওডিআই টিমে সুযোগ পেয়েছেন। সাইও তাই। সাইয়ের স্বপ্নপূরণ হল আজ, কিন্তু ৫০ ওভারের ফর্ম্যাটে পা রাখার জন্য রিঙ্কুর অপেক্ষা বাড়ল। গত আইপিএলের প্রথম ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় সাই সুদর্শনকে। সেই ম্যাচেই ছাপ ফেলেছিলেন সাই। এরপর ধারাবাহিক ভালো পারফর্ম করে সকলের নজর কাড়েন তিনি। এরপর এমার্জিং এশিয়া কাপে ভারত এ দলেও সুযোগ পেয়েছিলেন সাই। এ বার দেখার ডানহাতি ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে সাই ভারতের হয়ে ওপেন করেন কিনা।

ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার একাদশ – রেজা হেন্ড্রিক্স, টনি ডি জর্জি, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্কব়্যাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, আন্দিলে পেকলুকায়ো , কেশব মহারাজ, নান্দ্রে বার্গার ও তাবরাইজ শামসি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একাদশ – লোকেশ রাহুল, ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আবেশ খান, কুলদীপ যাদব ও মুকেশ কুমার।

Next Article