নয়াদিল্লি: এই মুহূর্তে চরম ব্যস্ত মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni)। দিন’দুয়েক আগে মাহির প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’ মুক্তি পেয়েছে। তার জন্য এখনও জোরকদমে প্রচার করছেন সাক্ষী। সোশ্যাল মিডিয়ায় সেই সকল ভিডিয়ো ভাইরাল হয়েছে। চলতি জুলাইতে ধোনির প্রযোজনা সংস্থার প্রথম সিনেমার ট্রেলার ও অডিয়ো লঞ্চ অনুষ্ঠানে চেন্নাইতে গিয়েছিলেন সস্ত্রীক ধোনি। সেই অনুষ্ঠানে ধোনি-সাক্ষীর একফ্রেমে থাকা ভিডিয়ো-ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এ বার নেটদুনিয়ায় ঘুরছে সাক্ষীর আরও একটি মিষ্টি ভিডিয়ো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে সাক্ষী ‘লেটস গেট ম্যারেড’ সিনেমার প্রচারে গিয়ে এক ইভেন্টে জল খাওয়ার জন্য হাতে বোতল তুলে নেন। সেই জলের বোতলের লেবেলে ছিল মহেন্দ্র সিং ধোনির ছবি। যা নজরে পড়ে সাক্ষীর। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় মুচকি হেসে সাক্ষী তাঁর ডান পাশে বসে থাকা কাউকে সেই জলের বোতল দেখান। এবং সেই জলের বোতলে তারপর চুমুক দেন সাক্ষী। এই মিষ্টি ভিডিয়ো নেটিজ়েনদের বেশ মনে ধরেছে। ইন্সটাগ্রামে এক ধোনি ভক্ত এই ভিডিয়োতে কমেন্ট করেছেন, ‘৫ বছরের বাচ্চার মতো প্রতিক্রিয়া দিয়েছেন সাক্ষী।’
অতীতে মহেন্দ্র সিং ধোনির ছবি থাকা পানীয় জলের বোতলের ছবি শেয়ার করে বিরাট কোহলি লিখেছিলেন, ‘ও সব জায়গায় আছে।’ ধোনির এক ভক্ত সাক্ষীর এই ভিডিয়োর ক্যাপশনে সে কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, ধোনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় না হওয়ায়, সাক্ষী ও জিভার সোশ্যাল মিডিয়ায় সকল মাহি ভক্তরা নজর রাখেন। তাঁর কোনও আপডেট পাওয়ার জন্য। কয়েকদিন আগে ‘লেটস গেট ম্যারেড’ সিনেমার প্রচারে গিয়ে সাক্ষীকে ধোনির ভক্তরা জিজ্ঞাসা করেন, মাহি কেমন আছেন। উত্তরে সাক্ষী সকলকে জানান, তিনি এখন ভালো আছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মাহি। এবং তাঁর রিহ্যাব চলছে।