কারান থেকে গ্রিন যে বিদেশিদের ঝুলি ভরল মিনি নিলামে
কোচি: আইপিএল-২০২৩ এর মিনি নিলামে (IPL 2023 Auction) অগ্নিপরীক্ষা ছিল দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের। যার মধ্যে ছিলেন ২৭৩ জন ভারতীয় ক্রিকেটার। এবং বিদেশি ক্রিকেটার ছিলেন ১৩২ জন। কোচিতে হওয়া মিনি নিলামে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি আজ ১৬৭ কোটি টাকা খরচ করেছে। মোট ৮০ জন প্লেয়ারের আজ আইপিএল দল পেয়েছেন। যার মধ্যে রয়েছেন মোট ৫১ জন ভারতীয় ক্রিকেটার এবং ২৯ জন বিদেশি ক্রিকেটার। প্রত্যাশামতো আইপিএল-২০২৩ (IPL 2023) এর মিনি নিলামে বিদেশি ক্রিকেটাররা ঝড় তুললেন। সব চেয়ে বেশি দাম পেয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্য়াম কারান। ১৮.৫০ কোটিতে পঞ্জাব কিংস কিনেছে তাঁকে। আর কোন ক্রিকেটারদের দর উঠল সব চেয়ে বেশি, জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
- স্যাম কারান – আইপিএলের ইতিহাসে সব চেয়ে দামি ক্রিকেটার এখন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারান। এ বারের নিলামে তাঁকে ১৮.৫০ কোটি টাকায় কিনেছে পঞ্জাব কিংস। তিনি যে একাধিক দলের টার্গেটে থাকবেন, তা নিলামের আগে থেকেই ক্রিকেট মহলে ঘোরা ফেরা করছিল। হলও তাই। রেকর্ড অর্থে পঞ্জাবে গেলেন কারান।
- ক্যামেরুন গ্রিন – অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ১৭.৫০ কোটিতে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। নিলামের আগে গ্রিনকে নিয়েও কম আলোচনা হয়নি।
- বেন স্টোকস – প্রায় দেড় বছর পর আইপিএলে কামব্যাক হল ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের। কোচিতে হওয়া মিনি নিলামে ১৬.২৫ কোটি টাকায় বেন স্টোকসকে দলে নিয়েছে চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
- নিকোলাস পুরান – গত মরসুমে সানরাইজার্স হায়দরাবাদে ছিলেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান। কোচিতে আগামী আইপিএলের জন্য যে মিনি নিলামের আসর বসেছিল, তাতে লখনউ সুপার জায়ান্টস ১৬ কোটিতে দলে নিয়েছে পুরানকে।
- হ্যারি ব্রুক – ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুকের দিকেও বেশ কয়েকটি দলের নজর ছিল। শেষ অবধি নিজামের শহরের দল সানরাইজার্স হায়দরাবাদ ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নেয় ব্রুককে।
- জেসন হোল্ডার – ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার আইপিএলের গত মরসুমে নতুন দল লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন। কোচির মিনি নিলামে তিনি পেয়েছেন নতুন দল। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস তাঁকে ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নিয়েছে।
- হেনরিক ক্লাসেন – আইপিএলের গত ২টো মরসুমে দল না পাওয়া হেনরিক ক্লাসেনকে খেলতে দেখা যাবে নতুন বছরের আইপিএলে। দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটারকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।