মোহালি : এক উইকেটের দাম প্রায় ২ কোটি টাকা! আর ১ রানের মূল্য কত জানেন? ৬৭ লক্ষ টাকা! যে লিগে টাকার এমন ছড়াছড়ি, সেই লিগে খেলা ক্রিকেটাররা বিপুল অর্থ উপার্জন করেন। ঘটনা হল, কোটিপতি ক্রিকেটারদের যখন পারফরম্যান্স অ্যাসেসমেন্ট চলছে, তখন দেখা যাচ্ছে অবিশ্বাস্য কিছু তথ্য। ধরা যাক, এ বারের আইপিএল (IPL 2023) থেকে কোনও ক্রিকেটার ২০ কোটি টাকা আয় করেছেন। কিন্তু তাঁর পারফরম্যান্স তথৈবচ। কাটাছেঁড়া করতে বসলে কিন্তু এই সব ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তাঁদেরই টিমের ভক্তরা। বিপুল স্যালারি পেয়েও টিমকে টানতে পারেননি কেন? সমালোচনা চলছে তাঁদের নিয়ে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আলোচনার কেন্দ্রে ২৪ বছরের এক ইংলিশ ক্রিকেটার। আইপিএলে ইতিহাসে রেকর্ড দরে তাঁকে কিনেছিল পঞ্জাব কিংস। কী পারফরম্যান্স তাঁর? বল হাতে নিয়েছেন ১০ উইকেট। রান করেছেন আড়াইশোর সামান্য বেশি। তাঁর নাম? স্যাম কারান (Sam Curran)। ইংলিশ অলরাউন্ডারকে পঞ্জাবের নেওয়ার কারণই ছিল ব্যাটে-বলে যেন দলকে টানতে পারেন। এক ম্যাচে ৩ উইকেট ছাড়া বল হাতে তেমন উজ্জ্বল নন। আর ব্যাট হাতে প্রয়োজনের সময় খুব একটা জ্বলে উঠতে পারেননি। তা হলে কী দাঁড়াল? সাম্প্রতিক ফর্মের ওপর বিচার করেই আইপিএলের দর ঠিক হয়। আইপিএলের আগে দেশের হয়ে কেউ দুরন্ত ফর্মে আছেন মানে এই নয় যে, আইপিএলেও তিনি সাফল্য পাবেন। উত্থান-পতনের এই লিগে কেউ আজ রাজা তো কেউ ফকির। তারকা তকমা লহমায় মুছে যায়। কেউ কেউ তো আবার বিপুল দরে টিমে জায়গা পেয়েও প্রথম এগারোতে ঢুকতেই পারেন না। পঞ্জাবের ব্যর্থতার পিছনে কারানের ফর্মে না থাকা বড় কারণ। প্রশ্ন উঠছে তা হলে কি এই রকম ক্রিকেটারদের নিয়ে নিলামে দড়ি টানাটানির কোনও অর্থ নেই? অতীতেও এমন হয়েছে, ভবিষ্যতেও হয়তো এমন হবে।
ব্যাটার, বোলার স্যাম কারানের কথা না হয় বাদই দিলাম। ক্যাপ্টেন হিসেবে কতটা সফল তিনি? কোনও কোনও ক্রিকেটার দল পরিচালন সমিতির অত্যন্ত প্রিয় হয়। কারান তেমনই। শিখর ধাওয়ান চোটে সাময়িক ছিটকে যাওয়ার পর কারানকেই অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে দাঁড় করিয়েছিল পঞ্জাব কিংস। সেখানে কতটা ছাপ রেখেছেন? ৩ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। টিম জিতেছে ২ ম্যাচ। এর অর্থ হল, অভিজ্ঞতার ভাঁড়ার এতটাও খালি নয় কারানের। মাত্র ২৪ বছর বয়স তাঁর। আরও উজ্জ্বল হতে হয়তো সময় লাগবে। কিন্তু আইপিএল কাউকেই এত সময়-টময় দেয় না। ধর তক্তা মার পেরেকের মতো মাঠে নামো রান করো, উইকেট দাও। পারলে ভালো, না হলে গ্যালারি তোমায় নিয়ে নাচবে না।
চলতি আইপিএলের প্লে অফের দৌড় থেকে ৩টি দল বিদায় নিয়েছে। কয়েকদিন আগে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ এই তালিকায় ছিল। শুক্রবার রাজস্থান রয়্যালসের কাছে হারার পর পঞ্জাব কিংসও এই তালিকায় যোগ দিল। গ্রুপ পর্বের শেষ ২টি ম্যাচ জিতলে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের প্লে অফে ওঠার সম্ভাবনা ছিল। এ বারের আইপিএলে প্রীতির পঞ্জাবের জন্য ধর্মশালা স্টেডিয়াম পয়া হল না। চলতি মরসুমের শেষ ২ ম্যাচে সবচেয়ে ছন্নছাড়া দল ডেভিড ওয়ার্নারের দিল্লি ক্যাপিটালস ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের কাছে হেরে প্লে অফের স্বপ্নভঙ্গ হয়েছে পঞ্জাবের। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিল পঞ্জাব কিংসে। কিন্তু তিনি দলের ভাগ্য ফেরাতে পারলেন না। এখনও অবধি একবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি পঞ্জাব। এ বার তো প্লে অফেও উঠতে পারল না পঞ্জাব।
আইপিএলের ইতিহাসে পুরনো প্রায় সব টিমই এক বার করে চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্জাব আর ব্যাঙ্গালোর সেই তালিকার বাইরে। বিরাট কোহলির টিম এ বার হয়তো স্বপ্ন ছুঁয়ে দেখতেও পারে। কিন্তু পঞ্জাবের হাতে পেন্সিল রয়েছে, তাও বলা যাবে না। তাই কারণে-অকারণে কারানই ভিলেন।