
কাঠমান্ডু: নেপাল ক্রিকেটের পোস্টার বয় সন্দীপ লামিছানে। জাতীয় দলের অধিনায়ক। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুবাদে পরিচিতি বেড়ে দ্বিগুণ হয়েছে। খেলেছেন ক্যারিবিয়ান টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগেও। ২২ বছরের সেই লেগস্পিনারের জন্য এবার মাথা হেঁট নেপালের। নাবালিকা ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে। আজ, বৃহস্পতিবার কাঠমান্ডু জেলা আদালতে তরফে সন্দীপের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তারপরই সন্দীপকে সাসপেন্ড করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। নেতৃত্ব তো গেলই, তদন্ত যতদিন চলবে ততদিন মাঠে নামতে পারবেন না সন্দীপ। ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠায় সন্দীপের কেরিয়ার নষ্ট হওয়ার আশঙ্কা।
সম্প্রতি ১৭ বছরের এক নাবালিকা সন্দীপের বিরুদ্ধে কাঠমান্ডু ভ্যালি পুলিশ স্টেশনে এই মারাত্মক অভিযোগ এনেছে। কিশোরীর দাবি, সে সন্দীপের বড় ভক্ত। হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপ চ্যাটে দুজনের মধ্যে কথা হত। সন্দীপই প্রথম দেখা করার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছে মেয়েটি। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, নেপাল ক্রিকেট দলের কেনিয়া সফরের আগের দিন, কিশোরীকে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন সন্দীপ। অনেকটা দেরী হওয়ায় এবং হস্টেলের গেট ৮ টায় বন্ধ হয়ে যায় বলে, ফিরতে পারেনি কিশোরী। ঘটনাটি ঘটে কাঠমাণ্ডুর হোটেলে। তারকা লেগস্পিনারের বিরুদ্ধে অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে নেপাল পুলিশ। বৃহস্পতিবার সন্দীপের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়। তারপরই দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারকে সাসপেন্ড করেছে নেপাল ক্রিকেট বোর্ড।
Press Release pic.twitter.com/sprvYRLIFQ
— CAN (@CricketNep) September 8, 2022
সন্দীপের তিনদিন আগের ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী, বর্তমানে জামাইকান তাল্লাওয়াহর হয়ে ক্যারিবিয়ান লিগে খেলছেন লামিছানে। রয়েছেন সেন্ট লুসিয়ার একটি হোটেলে। সন্দীপ নেপালে না থাকায় পুলিশ ইন্টারপোলের সাহায্য নিতে পারে বলে খবর।