Sandeep Sharma: নিলামে অবিক্রিত, প্রসিধের জন্য রাজস্থানে সুযোগ; সেই সন্দীপ আটকে দিলেন ফিনিশার ধোনিকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 13, 2023 | 4:33 PM

RR, IPL 2023: চেন্নাইয়ের বিরুদ্ধে চিপকে ৩ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা।

Sandeep Sharma: নিলামে অবিক্রিত, প্রসিধের জন্য রাজস্থানে সুযোগ; সেই সন্দীপ আটকে দিলেন ফিনিশার ধোনিকে
নিলামে অবিক্রিত, প্রসিধের জন্য রাজস্থানে সুযোগ; সেই সন্দীপ আটকে দিলেন ফিনিশার ধোনিকে
Image Credit source: IPL Website

Follow Us

চেন্নাই: ফিনিশার মাহির রূপ দেখা গেল না ১৬তম আইপিএলে (IPL 2023)। চিপকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সিএসকের টানটান শেষ ওভার ধোনির পক্ষে যায়নি। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যখন শেষ ওভারে মাঠে থাকেন, তখন দর্শকরা ধরেই নেয় ম্যাচ জিতবে মাহির দল। শুধু তাই নয়, শেষ ওভারে মাহিকে ক্রিজে দেখে যে কোনও বোলারই ঘাবড়ে যান। কিন্তু বুধ-রাতে এক অন্য ছবি দেখা গিয়েছে চিপকে। শেষ ওভারে সিএসকের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। ক্রিজে ধোনি ও রবীন্দ্র জাডেজা। ওই সময় সন্দীপ শর্মার (Sandeep Sharma) হাতে বল তুলে দেন সঞ্জু স্যামসন। ক্যাপ্টেনের এই ভরসার মান রাখেন সন্দীপ। জানলে অবাক হবেন, এই সন্দীপের এ বারের আইপিএলে খেলাই হত না। কারণ কোচিতে হওয়া মিনি নিলামে তিনি অবিক্রিত ছিলেন। ১৬তম আইপিএল শুরুর আগে চোটের কারণে ছিটকে যান রাজস্থানের তারকা জোরে বোলার প্রসিধ কৃষ্ণ। অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। এরপর প্রসিধের বদলি হিসেবে রাজস্থান নেয় সন্দীপকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

সন্দীপ শর্মা এই প্রথম আইপিএলে খেলছেন তেমনটা নয়। প্রসিধ কৃষ্ণার বদলি হিসেবে রাজস্থানে জায়গা পেলেও এর আগে সন্দীপ ৫ বছর করে কাটিয়েছেন পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিতে এবং সানরাইজার্স হায়দরাবাদে। সেদিক থেকে দেখতে হলে রাজস্থান তাঁর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। উল্লেখ্য, বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় সন্দীপকে দলে নেয় রাজস্থান। অতীতে দেশের জার্সিতে ২টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন সন্দীপ। ১০৬টি আইপিএল ম্যাচে খেলে সন্দীপ নিয়েছেন ১১৬টি উইকেট।

চিপকে টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান ধোনি। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে পিঙ্ক আর্মি। সিএসকের টার্গেট ছিল ১৭৬। দেখতে দেখতে ৬ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। শেষ ওভারে জিততে হলে চেন্নাইকে তুলতে হত ২১ পান। সামনে যখন ধোনির মতো বিশ্বমানের ক্রিকেটার, সেই সময় শেষ ওভারে বল করতে এলে যে কোনও ক্রিকেটারের ধুকপুকানি হওয়ারই কথা। তেমনটা হয়তো হচ্ছিল সন্দীপের সঙ্গেও। শেষ ওভারের প্রথম বলে ওয়াইড দেন সন্দীপ। দ্বিতীয়বারও ওয়াইড দেন। এরপর ডট দেন একটি। ২০তম ওভারে সন্দীপের দ্বিতীয় বলটি বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন মাহি। চিৎকারে মেতে ওঠে চেন্নাইয়ের সমর্থকরা। এর পরের বলটিও বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন মাহি। ওভারের চতুর্থ বলে সিঙ্গল নেন মাহি। পঞ্চম বলে সিঙ্গল নেন জাডেজা। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। ছক্কা হাঁকাতে ব্যর্থ হন ধোনি। শেষ ৩ বলে নিখুঁত ইয়র্কার দেন সন্দীপ। আর তাতেই আটকে যান মাহি। চেন্নাইয়ের বিরুদ্ধে চিপকে ৩ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা। শেষ ওভারে মাহিকে আটকে দেওয়া সন্দীপকে নিয়ে রীতিমতো আলোচনা চলছে।

Next Article