
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটাররা তো বটেই, দেশের ক্রিকেট প্রেমীরাও গ্রেগ চ্যাপেলের অধ্যায় ভুলে যেতে চান। যখন গ্রেগ চ্যাপেল টিম ইন্ডিয়ার কোচ ছিলেন, সেই সময়কে ভারতীয় ক্রিকেটের অন্ধকারময় যুগ বলা হয়ে থাকে। ভারতীয় টিমের অন্দরে এক সময় এমন পরিস্থিতি ছিল যখন যুবরাজ সিংয়ের দলের অধিনায়ক হওয়া প্রায় নিশ্চিত ছিল। কিন্তু চ্যাপেলের যুগে ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের আর ক্যাপ্টেন হয়ে ওঠা হয়নি। এমনকি সেই সময় যুবি খুইয়েছিলেন সহ-অধিনায়কের দায়িত্বও। যার জন্য কাকে দোষী মনে করেন যুবরাজ (Yuvraj Singh)? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
গ্রেগ চ্যাপেল কোচ থাকাকালীন সতীর্থ সচিন তেন্ডুলকরের পাশে দাঁড়ানোর ফলেই যুবরাজ ক্যাপ্টেনের দায়িত্ব পাননি। এবং সহ-অধিনায়কের দায়িত্বও হারিয়েছিলেন। এ কথা নিজেই জানিয়েছেন বিশ্বকারজয়ী ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ‘আমার ভারতের ক্যাপ্টেন হওয়ার কথা ছিল। কিন্তু তারপরেই গ্রেগ চ্যাপেলের ঘটনাটি ঘটেছিল। সচিন ও চ্যাপেলের মধ্যে যে কোনও একজনকে বেছে নিতে হয়েছিল। ওই সময় সম্ভবত আমিই একমাত্র ক্রিকেটার ছিলাম যে সতীর্থর পাশে দাঁড়িয়েছিলাম। দলের অনেকে, এমনকি বিসিসিআইয়ের আধিকারিকাদের কেউ কেউ সেটা পছন্দ করেনবি। তখন বলা হয়েছিল আমাকে বাদ দিয়ে যে কোনও কাউকে অধিনায়ক করা হতে পারে। আমি এমনটাই শুনেছিলাম। অবশ্য এই ঘটনার সত্যতা নিয়ে আমি নিশ্চিত নই। আচমকাই আমাকে সহ-অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল।’
২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের আগে যুবরাজ সিং ভেবেছিলেন, তাঁকে দলের নেতা বানানো হবে। তাঁর কথায়, ‘সেই সময় সেওয়াগও দলে ছিল না। হঠাৎ করেই ২০০৭ টি-২০ বিশ্বকাপে মাহিকে ক্যাপ্টেন করে দেওয়া হয়েছিল। আমি ভেবেছিলাম আমিই অধিনায়ক হব। কারণ বীরু সিনিয়র ছিল। কিন্তু ও ইংল্যান্ড সফরে যায়নি। রাহুল যখন অধিনায়ক ছিল, আমি ওডিআই টিমের সহ-অধিনায়ক ছিলান। তাই আমার অধিনায়ক হওয়ার কথা ছিল। কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আমার পক্ষে ছিল না। অবশ্য এই নিয়ে আমার কোনও অনুশোচনা নেই।’
First Gambhir, Now Yuvraj
Both found crying after being removed from Vice Captaincy 😂 pic.twitter.com/ppvOm5hDiC
— Abhi⚒️ (@abhi_backup07) December 11, 2023
ভারতীয় ক্রিকেট প্রেমীরা তো বটেই, সারা বিশ্ব ক্রিকেট দেখেছিল ২০০৭ সালে কীভাবে ভারতীয় দলকে প্রথম বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ধোনি। ২০০৭ টি-২০ বিশ্বকাপে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো সিনিয়র ক্রিকেটাররা খেলতে চাননি। সেই সময় ধোনির নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে পাঠানো হয়। এবং তরুণদের দিয়েই বাজিমাত করেন মাহি।