মুম্বই: ক্যাপ্টেন হিসেবে এমন ঝলমলে অভিষেক খুব একটা দেখা যায় না। ১১৯ রানের অবিস্মরণীয় ইনিংস নিয়ে উচ্ছ্বসিত সব মহল। কিন্তু তিনি নিজে দুরন্ত সেঞ্চুরি করার পরও টিমকে জেতাতে পারেননি। ম্যাচের পরও সেই আক্ষেপ যায়নি রাজস্থান ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের।
.@IamSanjuSamson scored a ? to remember & despite #RajasthanRoyals falling short by just four runs against #PunjabKings, the #RR skipper won the Man of the Match award. ??
Scorecard ? https://t.co/PhX8FyJiZZ #VIVOIPL #RRvPBKS pic.twitter.com/ZJMBZOdKU4
— IndianPremierLeague (@IPL) April 12, 2021
৬৩ বল খেলে ১১৯ করেছেন সঞ্জু। মেরেছেন ১২টা চার ও ৭টা ছয়। জেতার জন্য শেষ বলে দরকার ছিল ছ’রান। পঞ্জাবের বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের শেষ বলে ছয় মারতে গিয়ে আউট হয়ে যান। শুরুতে ধীরে সুস্থে এগোতে চেয়েছিলেন সঞ্জু। তার পর রান তাড়া করার চেষ্টা করেছেন। নিজের বিস্ফোরক ইনিংস নিয়ে সঞ্জু বলেছেন, ‘ইনিংসের দ্বিতীয় পর্বটা আমার কেরিয়ারের সেরা। শুরুর দিকে টাইমিংটা ঠিকঠাক হচ্ছিল না। সেই কারণে ক্রিজে সময় কাটাতে চেয়েছিলাম। ভালো বল অকারণে তাড়া করার চেষ্টা করিনি। সিঙ্গলসের উপর জোর দিয়েছি। যাতে ছন্দ পেয়ে যাই। সেটা পাওয়ার পরই নিজের স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি। সেই কারণে দ্বিতীয় পর্বটা এত ভালো খেলতে পেরেছিলাম।’
If you missed the drama from last night (why would you? ?), we have you covered!
Read.?#HallaBol | #RoyalsFamily | #IPL2021 | #RRvPBKS
— Rajasthan Royals (@rajasthanroyals) April 13, 2021
আগে ব্যাট করে ২২১-৬ তুলেছিল পঞ্জাব কিংস। ক্যাপ্টেন লোকেশ রাহুল ৯১ রানের ইনিংস খেলেছিলেন।’
ছয়ের পর ছয় যখন মারছিলেন সঞ্জু, মনে হচ্ছিল ম্যাচটা হাত থেকে বেরিয়েই যাবে পঞ্জাবের। প্রায় তা-ই করে ফেলেছিলেন রাজস্থানের তরুণ অধিনায়ক। সঞ্জু বলেছেন, ‘ওই পর্বে আমি নিজের ইনিংস উপভোগ করছিলাম। ওই সময় বলটা ভালো ভাবে দেখতে পাচ্ছিলাম। ব্যাটিং স্কিলটাও ঠিকঠাক কাজ করছিল। যে কারণে ওই রকম শট খেলতে পারছিলাম। অনেক সময় আমি এমন খেলতে গিয়ে উইকেটও হারায়।’
অর্শদীপকে তাঁর শেষ বলে ছয় মারার চেষ্টাই করেছিলেন সঞ্জু। শটটা নেওয়ার পর তাঁ। মনে হয়েছিল, ছয়ই হয়ে যাবে। ‘কোনও মন্তব্য করার জায়গায় নেই। খুব ক্লোজ ম্যাচ। কিন্তু কপাল খারাপ। এর থেকে বেশি আমি আর কী-ই বা করতে পারতাম। শটটা মারার সময় টাইমিংটা ঠিকঠাকই হয়েছিল। কিন্তু ছয় হল না। উইকেট খুবই ভালো ছিল। তাই মনে হয়েছিল রান তাড়া করে জিততে পারব। পঞ্জাবের বড় রানের জবাবে আমরা ভালোই পারফর্ম করেছি।’
আরও পড়ুন:IPL 2021: ট্র্যাজিক হিরোই হয়ে থাকলেন সঞ্জু
সঞ্জু যখন বিস্ফোরক, তখনও কিন্তু পঞ্জাব ক্যাপ্টেনের মনে হয়েছিল, দু-একটা উইকেট ম্যাচের রঙ পাল্টে দিতে পারে। রাহুলের কথায়, ‘ম্যাচটা এত দূর পর্যন্ত যাওয়ার একটাই কারণ, আমরা বেশ কিছু সুযোগ মিস করেছি। ১১-১২ ওভার পর্যন্ত ভালো বল করেছি আমরা। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেরাটাই দিয়েছিলাম। কিন্তু শেষ দিকে বোলিংয়ের সময় লেন্থে সমস্যা হচ্ছিল। সেটাই একটু চাপে ফেলে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত টিম হিসেবেই ম্যাচটা জিততে পেরেছি।’
এক দিকে সঞ্জু যেমন বিস্ফোরক ইনিংস খেলেছেন, তেমনই ২৮ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলে গিয়েছেন দীপক হুডাও। যা নিয়ে রাহুলের মন্তব্য, ‘হুডা অসাধারণ ইনিংস খেলে গিয়েছে। এই রকম ভয়ডরহীন ইনিংস কিন্তু এই আইপিএলে আরও দেখা যাবে।’