Sanju Samson: ওস্তাদের মার শেষ রাতে… বোঝালেন সঞ্জু স্যামসন

India vs South Africa, 3rd ODI: প্রোটিয়া সফরে ওডিআই সিরিজে ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলেও রান পাননি। তাঁর ব্যাটে এসেছিল ১২ রান। তৃতীয় ম্যাচে জ্বলে উঠল সঞ্জুর ব্যাট। দেশের জার্সিতে এই প্রথম বার সেঞ্চুরি করলেন তিনি।

Sanju Samson: ওস্তাদের মার শেষ রাতে... বোঝালেন সঞ্জু স্যামসন
Sanju Samson: ওস্তাদের মার শেষ রাতে... বোঝালেন সঞ্জু স্যামসন

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 21, 2023 | 9:45 PM

পার্ল: মুক্তোর মতোই উজ্জ্বল একটা ইনিংস প্রয়োজন ছিল তাঁর ব্যাটে। পার্লে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওডিআই সিরিজের ফয়সলার ম্যাচে সুযোগের সদ্ব্যবহার করলেন ভারতীয় তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রোটিয়া সফরে ওডিআই সিরিজে ভারতের (India) হয়ে খেলার সুযোগ পেয়েছেন সঞ্জু। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলেও রান পাননি। তাঁর ব্যাটে এসেছিল ১২ রান। তৃতীয় ম্যাচে জ্বলে উঠল সঞ্জুর ব্যাট। দেশের জার্সিতে প্রথম বার সেঞ্চুরি করলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ওপেনিংয়ে নামেন এই সিরিজে ডেবিউ হওয়া সাই সুদর্শন এবং আজ অভিষেক ম্যাচ খেলতে নামা রজত পাতিদার। ওপেনিং জুটিতে ওঠে ৩৪ রান। এরপর তিনে নামেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় উইকেটে ওঠে ১৫ রান। এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে সঞ্জু তোলেন ৫২ রান। ক্যাপ্টেন ফিরলে তরুণ তুর্কি তিলক ভার্মার সঙ্গে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন সঞ্জু। তিলক পার্লে কেরিয়ারের প্রথম ওডিআই হাফসেঞ্চুরি করেন। তিলক মাঠ ছাড়ার পর রিঙ্কু সিংয়ের সঙ্গে জুটিতে সঞ্জু তোলেন ২৯ রান। ৬৬ বলে অর্ধশতরান করেন সঞ্জু। আর ১১০ বলে শতরান পূরণ করেন কেরালার তারকা ক্রিকেটার।

দেশের জার্সিতে প্রথম বার সঞ্জু সেঞ্চুরির পর এমন সেলিব্রেশন করেন, তা ছিল দেখার মতো। বাইসেপস দেখিয়ে সমালোচকদের ঠিক যেন জবাব দিলেন সঞ্জু। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান তুলেছে টিম ইন্ডিয়া। এ বার দেখার ভারতের মুকেশ, অর্শদীপ, আবেশরা কত রানের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে আটকে সিরিজ জিততে পারে।