Shubman Gill Sara Tendulkar : লুকিয়ে চুরিয়ে চলছে জমিয়ে প্রেম, সারা-শুভমনের ইনস্টা চ্যাট ভাইরাল!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 06, 2023 | 5:44 PM

শুভমন গিল ও সারা তেন্ডুলকরের পুরনো চ্যাট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ব্যক্তিগত কারণের জন্য শিরোনামে গিল।

Shubman Gill Sara Tendulkar : লুকিয়ে চুরিয়ে চলছে জমিয়ে প্রেম, সারা-শুভমনের ইনস্টা চ্যাট ভাইরাল!
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: রাত পোহালেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। এখানেও লাইমলাইটে ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমন গিল। আইপিএলের দুরন্ত পারফরম্যান্স বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বয়ে নিয়ে যাবেন গিল, এমনটাই আশা। তবে ডব্লিউটিসি ফাইনালের আগে ব্যক্তিগত কারণে শিরোনামে পঞ্জাব কা পুত্তর। শুভমন (Shubman Gill) লন্ডন যাওয়ার পরপরই ওদেশে পৌঁছে গিয়েছেন সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। জল্পনা, দু’জনে নাকি লন্ডনে দেখাও করেছেন। লন্ডনে শুভমন এখন একা নন। ‘লাকি চার্ম’ তাঁর পাশে। লন্ডনে সারা-শুভমনকে নিয়ে জল্পনার মাঝে ভাইরাল হয়ে গেল দু’জনের পুরনো চ্যাট। ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে কী কথা বলেছিলেন গিল ও সারা? নেটপাড়ায় ভাইরাল কথোপকথনের স্ক্রিনশট। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

সচিন-কন্যার সঙ্গে শুভমনের সম্পর্কের গুঞ্জন আজকের নয়। মাস্টার ব্লাস্টারের মিষ্টি কন্যা ও ন্যাশনাল ক্রাশ শুভমন নাকি লুকিয়ে চুরিয়ে প্রেম করছেন বহুদিন ধরে। মাঝে দুইয়ের মধ্যে ব্রেক আপের গুঞ্জন সামনে এসেছিল। আবার শুভমনের সঙ্গে সারা আলি খানের সম্পর্কের খবরও ছড়িয়ে পড়ে। যাই হোক, মুখে প্রকাশ না করলেও সারা ও শুভমনের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন তার প্রমাণ হল ভাইরাল হওয়া কিছু ইনস্টাগ্রাম চ্যাট। কী রয়েছে সেই চ্যাটে? একটি স্ক্রিনশট শুভমনের ইনস্টা লাইভের। ভার্চুয়ালি অনুরাগীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শুভমন। হঠাৎই লাইভ সেশনে ঢুকে পড়েন সারা তেন্ডুলকর। বিশাল উত্তেজনা নিয়ে শুভমনকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

শুভমনের ইনস্টা লাইভে সারার কমেন্ট

অন্য একটি স্ক্রিনশটে দেখা যাচ্ছে, জিম সেশনের ছবিতে একজন কমেন্ট সেকশনে লিখেছেন, ‘দারুণ এডিটিং’। গিলের পরিবর্তে ওই অনুরাগীকে উত্তর  দেন খোদ সারা। লেখেন, “আপনার কি মনে হয় ও নিজেই এটা করেছে?” নেটিজেনদের অনুমান, শুভমনকে ছবি এডিটিংয়ের সাহায্য করেছেন সারা। সেটাই কমেন্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। অতীতে বহুবার শুভমনের ছবি ইনস্টা স্টোরিতে লাভ ইমোজি দিয়ে পোস্ট করতে দেখা গিয়েছে সারাকে। একটি ম্যাচের পর শুভমনকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছিলেন সারা। পাল্টা ধন্যবাদ জানান গিল। দু’জনের কথোপকথনের মধ্যে ঢুকে পড়েন হার্দিক পান্ডিয়া। মজার ছলে তিনি লেখেন, “সারার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই।”

Next Article