Asian Games 2023, Cricket: এশিয়াডে এই সোনা জয় বিরাট গর্বের: শরদিন্দু মুখোপাধ্যায়

Saradindu Mukherjee: ভারতের মেয়েদের এশিয়াডে ক্রিকেটে প্রথম সোনা জয় নিয়ে শরদিন্দু মুখোপাধ্যায় বলেন, 'এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের মেয়েদের এই সোনা জয় গর্বের বিষয়। তিতাস সাধু, রিচা ঘোষের মতো বাংলার মেয়েরা ভারতীয় দলকে সোনা জিততে সাহায্য করল। মাল্টিস্পোর্টস ইভেন্টে একাধিক দেশ সোনার জেতার লড়াই করে। সেখানে ভারতের মেয়েরা সোনা ফলাল।'

Asian Games 2023, Cricket: এশিয়াডে এই সোনা জয় বিরাট গর্বের: শরদিন্দু মুখোপাধ্যায়
এশিয়াডে এই সোনা জয় বিরাট গর্বের: শরদিন্দু মুখোপাধ্যায়Image Credit source: PTI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 25, 2023 | 5:09 PM

হানঝাউ গেমসে ভারতের টার্গেট ১০০ পদক। সেই লক্ষ্যে ধীরে ধীরে এগোচ্ছেন ভারতের অ্যাথলিটরা। সোম-সকালে শুটিংয়ে ভারত প্রথম সোনা জিতেছে। সেই খুশি আরও দ্বিগুণ করলেন স্মৃতি মান্ধানা-তিতাস সাধুরা। এই প্রথম বার এশিয়াডে (Asian Games 2023) মেয়েদের ক্রিকেটে অংশ নেয় ভারত। প্রথম সবকিছুই খুব স্মরণীয় হয়। এ বার সেটাই করে দেখাল উইমেন্স ইন ব্লু। শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের মেয়েরা এশিয়ান গেমসে সোনা জিতেছেন। টিম ইন্ডিয়ার এই সোনা জয়ের পিছনে বিরাট অবদান রেখেছেন চুঁচুড়ার মেয়ে তিতাস সাধু (Titas Sadhu)। তাঁর কাছে এশিয়ান গেমসে ডাক পাওয়াই ছিল বিরাট ব্যাপার। এখন অবশ্য সোনা জিতে তিতাস প্রমাণ করে দিয়েছেন, তাঁর উপর আস্থা রেখে কোনও ভুল করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মেয়েদের ক্রিকেটে ভারত বরাবর ছাপ রেখেছে। বার্মিংহ্যাম কমনওয়লেথ গেমসে অল্পের জন্য ভারতের মহিলা ক্রিকেট দলের সোনা হাতছাড়া হয়েছিল। সে বার হরমনপ্রীত কৌররা রুপো পেয়েছিলেন। এ বার সেই ভুল হল না। শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা নিয়ে দেশে ফিরবেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার এই জয় এবং বাংলার মেয়ে তিতাসের ফাইনালের মঞ্চে জ্বলে ওঠা নিয়ে প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায় (Saradindu Mukherjee) TV9 Bangla Sports-কে প্রতিক্রিয়া জানালেন।

ভারতের মেয়েদের এশিয়াডে ক্রিকেটে প্রথম সোনা জয় নিয়ে শরদিন্দু মুখোপাধ্যায় বলেন, ‘এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের মেয়েদের এই সোনা জয় গর্বের বিষয়। তিতাস সাধু, রিচা ঘোষের মতো বাংলার মেয়েরা ভারতীয় দলকে সোনা জিততে সাহায্য করল। মাল্টিস্পোর্টস ইভেন্টে একাধিক দেশ সোনার জেতার লড়াই করে। সেখানে ভারতের মেয়েরা সোনা ফলাল। এশিয়াডে প্রথম বার ক্রিকেটে অংশ নিয়েই ভারতের সোনা জয় অসীম গর্বের ব্যাপার। আমাদের দেশের মেয়েরা প্রতিনিয়ত এগিয়ে চলেছে। ক্রিকেটার হিসেবে এটা আমার কাছে দারুণ গর্বের।’

শরদিন্দুর কথায়, ‘চুঁচুড়ার মেয়ে তিতাস ফাইনালে ভালো খেলেছে। এশিয়াডে গত ম্যাচেই ওর ডেবিউ হল। ফলে এই মঞ্চে পারফর্ম করা ওর জন্য বিরাট ব্যাপার। এই পারফরম্যান্সের সুবাদে এ বার ও আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো আরও খেলার সুযোগ পাবে। তিতাসের এই পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়াবে। ও নিজেকে বড় ম্যাচের প্লেয়ার প্রমাণ করছে। আগামী দিনে ওর আরও সাফল্য কামনা করি। ভারতের এই সোনা জয়ের অনেক অভিনন্দন।’

মেয়েদের ক্রিকেট থেকে সোনা এল ভারতে। এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট এখনও শুরু হয়নি। অবশ্য শরদিন্দু এখনই বলে দিচ্ছেন, ‘এশিয়াডে এরপর ক্রিকেটে ভারতীয় পুরুষ দলও খেলবে। মেয়েরা সোনা এনে দিল, একই প্রত্যাশা ভারতীয় পুরুষ দলের কাছেও। ভারতের কাছে সোনা ছাড়া আর কিছু আশা করি না।’