AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sarfaraz Khan: বেঙ্গালুরুতে বিরাট লড়াই সরফরাজ খানের, হাঁকালেন টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি

India vs New Zealand, 1st Test: সরফরাজ খান বেঙ্গালুরুতে শূন্যে ফিরেছিলেন প্রথম ইনিংসে। সেই সরফরাজ খান দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। চতুর্থ দিনের এক ঘণ্টার মধ্যে শতরান পূর্ণ করেন সরফরাজ। ১১০ বলে সেঞ্চুরি মুম্বইয়ের ছেলে সরফরাজের।

Sarfaraz Khan: বেঙ্গালুরুতে বিরাট লড়াই সরফরাজ খানের, হাঁকালেন টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি
Sarfaraz Khan: বেঙ্গালুরুতে বিরাট লড়াই সরফরাজ খানের, হাঁকালেন টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরিImage Credit: X
| Updated on: Oct 19, 2024 | 11:11 AM
Share

কলকাতা: সরফরাজ খান (Sarfaraz Khan) কি মনে মনে শুভমন গিলকে ধন্যবাদ জানাচ্ছেন? এমনটা হতেই পারে। কারণ গিল ফিট থাকলে সরফরাজ হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় টিমেই ঢুকতেন না। এর আগে সুযোগ পেয়েও হতাশ করেছিলেন। বেঙ্গালুরুতে শূন্যে ফিরেছিলেন প্রথম ইনিংসে। সেই সরফরাজ খান দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। চতুর্থ দিনের এক ঘণ্টার মধ্যে শতরান পূর্ণ করেন সরফরাজ। ১১০ বলে সেঞ্চুরি মুম্বইয়ের ছেলে সরফরাজের।

৫৭তম ওভারে টিম সাউদিকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ। বল বাউন্ডারি লাইন স্পর্শ করতেই ক্রিজের এদিক ওদিক ব্যাট নিয়ে ছুটলেন। মুখে তাঁর তৃপ্তির হাসি। ব্যাট উপরে তুলে লাফিয়ে সেলিব্রেশন করলেন সরফরাজ। ঘরোয়া ক্রিকেটে সরফরাজ অনবদ্য। রানের ফোয়ারা বইয়েছেন সেখানে। এই প্রথম বার দেশের জার্সিতে সেঞ্চুরি করে বেশ তৃপ্ত দেখাল সরফরাজকে। সেঞ্চুরি করার পথে তাঁর ব্যাটে এসেছে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা।

বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের শেষে ৭০ রানে অপরাজিত ছিলেন সরফরাজ খান। চতুর্থ দিন খেলা শুরু হওয়ার পর থেকেই ছন্দে ছিলেন তিনি। ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে রান তুলতে থাকেন। তাঁকে প্রতি শটেই বেশ আত্মবিশ্বাসী দেখা গিয়েছে। থার্ড ম্যান অঞ্চলে বেশি রান তুলেছেন সরফরাজ। সেঞ্চুরি করার পর তাঁর ব্যাটিংয়ের স্টাইল বদলে যায়নি। তাঁর মধ্যে একটা প্রবণতা রয়েছে, শতরান করার পর আরও বড় ইনিংস গড়ার। কয়েকদিন আগে ইরানি কাপে মুম্বইয়ের হয়ে ২২২ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন সরফরাজ খান। এ বার কিউয়িদের বিরুদ্ধে তাঁর ব্যাটে ডাবল সেঞ্চুরি আসে কিনা, তা দেখার অপেক্ষা।