ব্রাইট নির্ভরতায় পয়েন্ট নষ্ট, ‘সুইপার’ দেবজিতে বাঁচলেন ফাউলার

১২ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের নবম স্থানে রইল এসসি ইস্টবেঙ্গল।

ব্রাইট নির্ভরতায় পয়েন্ট নষ্ট, 'সুইপার' দেবজিতে বাঁচলেন ফাউলার
ফের অপ্রতিরোধ্য দেবজিৎ মজুমদার। ছবি-আইএসএল।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2021 | 11:51 PM

গোয়া: অতিরিক্ত ব্রাইট নির্ভরতায় ডুবলেন ফাউলার। আইএসএলে ফের পয়েন্ট নষ্ট লাল-হলুদের। কেরালার পর চেন্নাইয়ানের সঙ্গেও ড্র করল এসসি ইস্টবেঙ্গল। খেলার ফল গোলশূন্য। প্লে অফের দৌড় থেকে অনেকটাই দূরে সরে গেল ফাউলারের দল। দেবজিৎ মজুমদারের দৌলতে এ দিনও ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারলেন লাল-হলুদ কোচ। প্রথম একাদশে এ দিন তিনটি বদল এনেছিলেন রবি ফাউলার। পিলকিংটন, অজয় ছেত্রী আর সুরচন্দ্রকে প্রথম থেকে খেলান। প্রথম একাদশের নিয়মিত ফুটবলার মাত্তি স্টেইনম্যানকে বাইরে রাখেন লাল-হলুদ কোচ।

খেলার ৩১ মিনিটেই দশজনের হয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। চেন্নাইয়ানের অনিরুদ্ধ থাপাকে অযথা ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন অজয় ছেত্রী। এর আগে ২২ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন বেঙ্গালুরু এফসি থেকে আসা এই ফুটবলার। অপরিণত অজয় ছেত্রীর একটা ভুলেরই মাশুল গুনতে হল ফাউলারকে।

খেলার প্রথমার্ধের ২৩ ও ২৪ পরপর দু’টি সুযোগ পেয়ে গিয়েছিল চেন্নাইয়ান। প্রথম ক্ষেত্রে সিপোভিচের হেড অল্পের জন্য বাইরে যায়। দ্বিতীয় ক্ষেত্রে সময়মতো গোল ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করেন দেবজিৎ মজুমদার। ৪৩ মিনিটেও এগিয়ে যেতে পারত চেন্নাইয়ান এফসি। শেষ মুহূর্তে লাল-হলুদকে বাঁচান নারায়ণ দাস।

৫১ মিনিটে এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দিতে পারতেন পিলকিংটন। দেখেশুনে বল বাইরে মারেন তিনি। ৬২ মিনিটে ফের সুযোগ পেয়ে চেন্নাইয়ান গোলরক্ষকের শরীরে বল মারেন পিলকিংটন। ৬৭ মিনিটে নারায়ণ দাসের কর্নার থেকে উড়ে আসা বল মাথায় ছোঁয়াতে ব্যর্থ হন স্কট নেভিল। ৭০ মিনিটে ফের লাল-হলুদের পরিত্রাতা হয়ে ওঠেন দেবজিৎ মজুমদার। সুইপারের ভূমিকায় অবতীর্ণ হন ‘সেভজিৎ’। ৮৪ মিনিটে ছাংতের শট বাঁচান তিনি। ম্যাচের সেরাও হন দেবজিৎ মজুমদার।

আরও পড়ুন:গোল করার লোক খুঁজছেন মহমেডান কোচ হেভিয়া

শুধুমাত্র ব্রাইট নির্ভরতায় থাকলে আরও ডুবতে হতে পারে ফাউলারকে। কেরালা ম্যাচের পর চেন্নাইয়ান ম্যাচেও বিপক্ষের চক্রব্যূহে আটকে গেলেন ব্রাইট। দশজনের লাল-হলুদ খেলার বাকি ৫৯ মিনিট লড়াই চালাল ঠিকই, তবে প্লে অফের রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল। ১২ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের নবম স্থানে রইল এসসি ইস্টবেঙ্গল।