
৭ একর জায়গা জুড়ে রয়েছে মাহির বিলাসবহুল এই ফার্ম হাউস। এটি বানাতে তিন বছর সময় লেগেছিল। (সৌজন্যে-টুইটার)

সুযোগ পেলেই পরিবারের সঙ্গে রাঁচির ফার্ম হাউসে সময় কাটান মহেন্দ্র সিং ধোনি। (সৌজন্যে-ইন্সটাগ্রাম)

চারিদিক খোলামেলা এই ফার্ম হাউসে মুক্ত বাতাসের কোনও অভাব নেই। তার মাঝেই ধোনিকন্যার যোগ ব্যায়ামও চলে। (সৌজন্যে-টুইটার)

মাহির ফার্ম হাউসে পোষ্যদের তালিকা দিন দিন বাড়ছে। আগে ৪টে কুকুর ছিল। এখন সেই তালিকায় দুটি ঘোড়াও যুক্ত হয়েছে। (সৌজন্যে-ইন্সটাগ্রাম)

ফার্ম হাউসের অন্দরের সাজসজ্জাও একেবারে চোখ ধাঁধানো। (সৌজন্যে-টুইটার)

ফার্ম হাউসের চাষের কাজে নিজেই হাত লাগান ধোনি। বিভিন্ন শাক-সব্জি, স্ট্রবেরির ফলন হয় মাহির চাষের জমিতে। (সৌজন্যে-ইন্সটাগ্রাম)