নিজের জন্মস্থানে থাকায় বিশ্বাসী ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আর তার জন্যই রাঁচির (Ranchi) রিং রোডে (Ring Road) এক বিলাসবহুল ফার্ম হাউসও (farm house) বানিয়েছেন মাহি। সে কথা সকলেরই জানা। ২০১৭ সালে ধোনি বানান তাঁর স্বপ্নের এই ফার্ম হাউস। নাম রাখেন, "কৈলাশপতি"। ৭ একর জুড়ে চোখ ধাঁধানো মাহির ফার্ম হাউসে কী নেই! জিম, সুইমিং পুল, পার্ক ছাড়াও আছে অনেক কিছুই। দেখে নিন মহেন্দ্র সিং ধোনির বিলাসবহুল রাঁচির ফার্ম হাউসের কিছু অদেখা ছবি...