সমালোচনা ভুলতে সোশ্যাল মিডিয়া থেকে সরেছিলেন পন্থ

ভারতীয় টিমে এখন নতুন ফিনিশারের নাম পন্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে মোট ২৭৪ রান করেছেন

সমালোচনা ভুলতে সোশ্যাল মিডিয়া থেকে সরেছিলেন পন্থ
সমালোচনা ভুলতে সোশ্যাল মিডিয়া থেকে সরেছিলেন পন্থ।ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Jan 25, 2021 | 7:28 PM

নয়াদিল্লি: ক্রিকেটে এত মন দাও যে, কোনও সমালোচনা যেন শুনতে না হয়! পুরোনো ঋষভ পন্থকে পাল্টে দিয়েছে এই ক’টা কথাই।

বুধবার চেন্নাইয়ে টিমের সঙ্গে যোগ দেবেন পন্থ। ইংল্যান্ড সিরিজের জন্য। তার আগে কিন্তু ভারতীয় ক্রিকেটের চর্চায় পন্থই। অস্ট্রেলিয়ায় তাঁর ৮৯ নট আউটের জোরেই সিরিজ জিতেছে ভারত। এই পন্থকে ক’দিন আগেও ব্যাপক সমালোচনা শুনতে হয়েছে। যা নিয়ে তিনি বলছেন, ‘ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়ার সময় যে উত্তাপ নিতে হয়েছে, সেটা প্রতিটা দিন অনুভব করেছি। তবেই বোধহয় খেলা। আসল হল, নিজের উপর ভরসা রাখতে পারা।’

কঠিন সময়গুলো কী ভাবে পার করেছেন পন্থ? তাঁর কথায়, ‘কঠিন সময়ে একটাই জিনিস বুঝেছি, সব সময় সামনে তাকাতে হবে। যাতে উন্নতি করতে পারি। নিজের খেলার উপর এতটা মন দিয়েছিলাম যে, বাইরে কে কী বলছে, যেন শুনতে না পাই। সব ক’টা জানলা-দরজা বন্ধ করে দেওয়া কঠিন কাজ। কারণ সোশ্যাল মিডিয়া। ওই পরিস্থিতিতে আমি সেখান থেকেও সরে এসেছিলাম।’

ভারতীয় টিমে এখন নতুন ফিনিশারের নাম পন্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে মোট ২৭৪ রান করেছেন। পন্থ বলেছেন, ‘নিজের স্বাভাবিক ক্রিকেটটাই খেলার চেষ্টা করেছিলাম। টিম ম্যানেজমেন্টও তাই বলেছিল। ব্রিসবেনের পঞ্চমদিনও আমি জেতার ভাবনা রেখেছিলাম। ড্র ছিল দ্বিতীয় ভাবনা।’

আরও পড়ুন:শ্রীলঙ্কাকে উড়িয়ে ভারতে আসছেন রুটরা

২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে পন্থের কেরিয়ার গ্রাফ পড়ছে। যা নিয়ে অকপট, ‘বিশ্বকাপের পর থেকে আমার কেরিয়ার গ্রাফ পড়েছে। ওই সময় থেকেই ধীরে ধীরে নিজের খেলার উপর ফোকাস করেছিলাম। একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, উন্নতির কোনও সীমারেখা হয় না। যখন ব্যর্থ হব, লোকে আমার সমালোচনা করবে। কিন্তু যখন ভালো কিছু করব, তারাই প্রশংসায় ভরিয়ে দেবে। তাই নিজেকে নিয়ে ভাবতে হবে।’