AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND VS AUS: অস্ট্রেলিয়ায় ফেভারিট নয় ভারত! গিলক্রিস্ট-ওয়ার্নার যা বলছেন…

Border-Gavaskar Trophy: এই দু-জন না থাকায় 'দুর্বল' হয়েছিল অস্ট্রেলিয়া। গত সফরে অবশ্য কোনও অজুহাতের জায়গা দেয়নি ভারত। উল্টে ভারত কার্যত বি টিম নিয়ে সিরিজ জিতে ফিরেছে। এ বার লক্ষ্য হ্যাটট্রিক। কিন্তু পরিস্থিতি হঠাৎ বদলে গিয়েছে। অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড ওয়ার্নারও তাই মনে করছেন।

IND VS AUS: অস্ট্রেলিয়ায় ফেভারিট নয় ভারত! গিলক্রিস্ট-ওয়ার্নার যা বলছেন...
Image Credit: Robert Cianflone/Getty Images
| Updated on: Nov 04, 2024 | 7:14 PM
Share

অস্ট্রেলিয়ার মাটিতে কোনওদিনই ফেভারিট হিসেবে নামত না ভারত। বরং আন্ডারডগ হিসেবেই যেত। গত দুটি সফরে পরিস্থিতি বদলে গিয়েছে। অস্ট্রেলিয়ার এর আগেও টেস্ট জিতেছে ভারত। কিন্তু টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাচ্ছিল না। অবশেষে ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরে অবিশ্বাস্য সেই স্বপ্ন পূরণ হয়। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জয়। যদিও অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঠিক অজুহাত খুঁজে নিয়েছিল। সে সময় স্যান্ড-পেপার গেট কাণ্ডে নির্বাসিত ছিলেন ওয়ার্নার ও স্মিথ। এই দু-জন না থাকায় ‘দুর্বল’ হয়েছিল অস্ট্রেলিয়া। গত সফরে অবশ্য কোনও অজুহাতের জায়গা দেয়নি ভারত। উল্টে ভারত কার্যত বি টিম নিয়ে সিরিজ জিতে ফিরেছে। এ বার লক্ষ্য হ্যাটট্রিক। কিন্তু পরিস্থিতি হঠাৎ বদলে গিয়েছে। অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড ওয়ার্নারও তাই মনে করছেন।

সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধরাশায়ী হয়েছে ভারত। ১০ নভেম্বর ভারতীয় অস্ট্রেলিয়ায় যাবে। তার আগেই অবশ্য লোকেশ রাহুল এবং ধ্রুব জুরেল পৌঁছে যাবেন। ভারত এ দলের হয়ে খেলে বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতি সারবেন তাঁরা। ২২ নভেম্বর শুরু পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি। অজি সংবাদমাধ্যমে প্রাক্তন কিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘সিরিজ হার যদি অন্য একটি সিরিজে প্রভাব ফেলে, তবে সেটা ভারতের হবে। ভারতের প্লেয়ারদের এবং দলের মধ্যেও ব্যাপক প্রভাব পড়বে। ভারতীয় দলের ক্রিকেটাররা নিজেরাই কঠিন প্রশ্নের মুখে।’

যদিও এর জন্য ভারতকে হারানো খুব সহজ বলে মনে করছেন না গিলক্রিস্ট। আরও যোগ করেন, ‘আমি এমন প্রত্যাশা করছি না যে ওদের সহজেই হারানো যাবে। তবে ঘরের মাঠে ক্লিনসুইপ হওয়ায় ব্যাপক প্রভাব পড়বে। ক্লিনসুইপ দূর অস্ত, ঘরের মাঠে শেষ কবে এমন বিপর্যয়ের সামনে পড়েছিল ভারত, সেটাই মনে করতে পারছি না।’

অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার বলছেন, ‘ঘরের মাঠে ০-৩ হার, এরপর পাঁচ ম্যাচের সিরিজ। অজি টিমে তিন বিশ্বমানের পেসার, দুর্দান্ত স্পিনার, একজন ব্যাটার হিসেবে আমিও স্নায়ুর চাপে ভুগব।’ পাশাপাশি নিজের দলের জন্যও সতর্কবার্তা দিয়েছেন ওয়ার্নার। বলছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার টপ অর্ডার যদি এই দু-জনকে সামলে দিতে পারে, বোর্ডে বড় রান তোলা সম্ভব।’