Pakistan Cricket: হায়রাবাদি বিরিয়ানিই আসল ভিলেন! দুই ওয়ার্ম আপ ম্যাচ হেরে অভিযোগের তির শাদাব খানের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 04, 2023 | 9:50 AM

ICC World Cup 2023: আগামিকাল ওডিআই বিশ্বকাপের উদ্বোধন। ২০১৬ সালের পর ভারতে কোনও টুর্নামেন্টে খেলতে এসেছে পাকিস্তান। অবশ্য বিশ্বকাপ শুরু হওয়ার আগে জোড়া প্রস্তুতি ম্যাচ হেরে গিয়েছে বাবর আজমের দল। এ বার পাক ক্রিকেটার শাদাব খান দুই ওয়ার্ম আপ ম্যাচ হারার অদ্ভুত যুক্তি দিয়েছেন।

Pakistan Cricket: হায়রাবাদি বিরিয়ানিই আসল ভিলেন! দুই ওয়ার্ম আপ ম্যাচ হেরে অভিযোগের তির শাদাব খানের
হায়রাবাদি বিরিয়ানিই আসল ভিলেন! দুই ওয়ার্ম আপ ম্যাচ হেরে অভিযোগের তির শাদাব খানের

Follow Us

নয়াদিল্লি: বিশ্বকাপের (ICC World Cup) মঞ্চ প্রস্তুত। এ বার শুধু মহাযুদ্ধে বল মাঠে গড়ানোর পালা। আগামিকাল ওডিআই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে। ইতিমধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের মোট ১০টি ওয়ার্ম আপ ম্যাচ হয়ে গিয়েছে। ১০ দলই তাদের জন্য বরাদ্দ ২টি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে, তা অবশ্য বলা যাবে না। যেমন বৃষ্টির কারণে ভারতই দুটো ওয়ার্ম আপ ম্যাচের একটিও খেলতে পারেনি। অবশ্য পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হওয়ার আগে ২টি ওয়ার্ম আপ ম্যাচই খেলতে পেরেছে। তাতে অবশ্য দু’টি ম্যাচই হেরেছে গ্রিন আর্মি। আর এই দুই প্রস্তুতি ম্যাচ হারার ফলে এ বার অদ্ভুত যুক্তি দিয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান (Shadab Khan)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গতকাল (৩ অক্টোবর), প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে ওয়ার্ম আপ ম্যাচে হেরেছে পাকিস্তান। এর আগে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ হেরেছিল। কামিন্সরা অবশ্য তাঁদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ পুরো খেলতে পারেনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টির কারণে নিষ্ফলা হয়েছিল। বিশ্বকাপের ঠিক একদিন আগে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস পেলেন কামিন্স-ম্যাক্সওয়েলরা। একদিকে যখন অজি শিবিরে খুশির মুহূর্ত, তখন পাকিস্তানের হারের অদ্ভুত কারণ খুঁজে বের করলেন তারকা অলরাউন্ডার শাদাব খান।

ভারতে আসার পর থেকে হায়দরাবাদে রয়েছে পাক ক্রিকেট টিম। আর সেখানে নিয়মিত তাঁরা নাকি হায়দরাবাদি বিরিয়ানি খাচ্ছেন। ভারত সফরে এসে হায়দরাবাদি বিরিয়ানির বিরাট সুনাম করেছিল গ্রিন আর্মি। এ বার অবশ্য হায়দরাবাদি বিরিয়ানিকে আসল ভিলেন বানিয়েদিলেন শাদাব খান।

বিশ্বকাপের ঠিক আগে পরপর দু’টি ওয়ার্ম আপ ম্যাচ হেরেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেন শাদাব খান। এই ম্যাচে ১৪ রানে হেরেছে পাকিস্তান। ম্যাচের শেষে হারের জন্য অদ্ভুত মন্তব্য করেছেন শাদাব। ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে তাঁকে হায়দরাবাদি বিরিয়ানির প্রসঙ্গে প্রশ্ন করেন, উত্তরে শাদাব খান বলেন, ‘আমরা প্রতিদিন ওটাই খাচ্ছি। আর সেই জন্যই হয়তো মাঠে আমাদের গতি একটু ধীর হয়ে গিয়েছে।’ অবশ্য এই কথা বলার পরই শাদাব হাসতে থাকেন। অর্থাৎ তা থেকে পরিষ্কার তিনি মজা করে এমন কথা বলেছেন।

Next Article