মুম্বই: একপেশে জয় দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। গুজরাটকে ব্যাটে-বলে বিধ্বস্ত করে শনিবার ১০ উইকেটে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। ১৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে গুজরাট শিবিরে ধস নামান মারিজানে কাপ (WPL 2023)। এরপর রান তাড়া করতে নেমে মাত্র ২৮ বলে ৭৬ রানের ইনিংস ওপেনার শেফালি ভার্মার। ১৯ বলে অর্ধশতরান করেন। এরপর একাই ৭৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেফালির ঝোড়ো ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট সমর্থকরা। চার, ছয়ের বন্যায় ডি ওয়াই পাটিল স্টেডিয়াম মাতিয়ে দিলেন শেফালি (Shafali Verma)। ম্যাচের পর সঞ্চালক থেকে নেটিজনদের প্রশ্ন, “বিমান ধরার তাড়া ছিল?” কী উত্তর দিলেন শেফালি, মেগ ল্যানিংরা। তুলে ধরল TV9 Bangla।
৭৮ রানের মধ্যে শেফালির ব্যাটে ৭০ রান এসেছে শুধুমাত্র চায়, ছয়ের কল্যাণে। ৭৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে দিল্লি ক্যাপিটালসের এই তরুণ ব্যাটার বললেন, “আমি শুধু নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। আগের ম্যাচে ফ্লিক করতে গিয়ে আউট হয়ে যাই। তাই এই ম্যাচে স্ট্রেট খেলার চেষ্টা করেছি। ছক্কা হাঁকানোয় আমার পরিচিতি রয়েছে। সেটাই আরও একবার চেষ্টা করলাম। এভাবেই কঠিন পরিশ্রম করে দলের হয়ে রান তোলার চেষ্টা করব।” ক্যাপ্টেন মেগ ল্যানিং শেফালির প্রশংসায় পঞ্চমুখ। তিনি বললেন, “আমার বিমান ধরার তাড়া ছিল না। তবে শেফালির নিশ্চয় ছিল। অপর প্রান্ত থেকে আমি শুধু চিয়ারলিডারের কাজ করে গিয়েছি। দারুণ ইনিংস। আমি ওকে বলেছিলাম স্ট্রেট খেলতে। ওকে এভাবে খেলতে দেখাটা চোখের আরাম। এখনও ভুলতে পারছি না।”
৪ ওভারে ১৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা মারিজানে কাপ। তাঁর গতিতে বেসামাল গুজরাট ১০৫ রানের বেশি স্কোর গড়তে পারেনি। শিখা পাণ্ডের সহযোগিতা পান তিনি। শিখা ৩ উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা হয়ে মারিজানে বললেন,”দলের হয়ে ভালো পারফর্ম করার জন্য মুখিয়ে ছিলাম। গত ম্যাচে সঠিক লাইন, লেন্থে বল করতে পারিনি। আমার মতে, ভালো পারফর্ম করতে হলে কঠিন পরিশ্রম করতে হবে। প্রথম তিনটি ম্যাচে দলকে ভালো পারফরম্যান্স দিতে পারিনি। আজ ভাগ্য ভালো আমাকে ব্যাট করতে হয়নি। বোলিং পারফরম্যান্স নিয়েই খুশি।”