IPL 2021: ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ থেকে স্বপ্নের উত্থান শাহবাজের

sushovan mukherjee |

Apr 15, 2021 | 10:06 AM

আরসিবি অধিনায়ক বিরাট কোহলি শুধু একটাই কথা বলেছিলেন। আত্মবিশ্বাসকে হাতিয়ার করে জায়গামতো বল ফেলো। ম্যাচ শেষে এমনটাই জানালেন উচ্ছ্বসিত পার্থ চৌধুরী। শাহবাজের ফিটনেস এবং ফিল্ডিং আগেই মন কেড়ে নিয়েছে বিরাট কোহলির। এ দিনের ম্যাচ জয়ের পারফরম্যান্স শাহবাজকে আরও উঁচুতে নিয়ে গেল।

IPL 2021: ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ থেকে স্বপ্নের উত্থান শাহবাজের
ছবি-টুইটার

Follow Us

কৌস্তুভ গাঙ্গুলি

কয়েক বছর আগের ঘটনা। ভুয়ো সার্টিফিকেটের অভিযোগে ক্রিকেট কেরিয়ারটা প্রায় ডুবে বসেছিল। সেখান থেকে স্বপ্নের উত্থান। সৌজন্যে তপন মেমোরিয়ালের কোচ পার্থ চৌধুরী। যিনি না থাকলে আজ বিরাট কোহলির প্রধান অস্ত্র হয়ে উঠতেন না শাহবাজ আহমেদ। গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের নায়ক হয়ে গেলেন বাংলার শাহবাজ। ভিন রাজ্যের ক্রিকেটার হলেও তাঁকে আবিষ্কার করেন পার্থ চৌধুরী। সিএবির ক্লাব ক্রিকেট থেকে উত্থান। বাংলার কোচ অরুণ লাল সঠিক রত্নকে বেছে নেন। গত আইপিএলে আরসিবি তে সুযোগ পান শাহবাজ আহমেদ। তখন থেকেই বিরাট কোহলির মন জয় করে নিয়েছিলেন। চলতি আইপিএল নিজের সেরাটা উজাড় করে দিলেন। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জয়ের অন্যতম কাণ্ডারী বাংলার শাহবাজ।

তপন মেমোরিয়ালের কোচ পার্থ চৌধুরীর সঙ্গে নিয়মিত কথা হয় শাহবাজের। প্রথম ম্যাচের পরই ভুল সংশোধনে কোচের দ্বারস্থ হন শাহবাজ। পার্থ চৌধুরী শুধু একটাই কথা বলেন, ‘ তোমার বোলিংটা ঠিক মতো করো। জায়গায় বলে ফেলো। তাতেই সাফল্য আসবে।’ প্রথম ম্যাচের ব্যর্থতার পর ভেঙে পড়েছিলেন শাহবাজ। তাঁকে মনোবল জোগান পার্থ চৌধুরী। সেই পেপ টকেই দিল কাজ। ব্যাট হাতে ঠিকঠাক ইনিংসের পর বল হাতে কোহলির দলের নায়ক শাহবাজ। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই বাংলার ক্রিকেটে আবির্ভাব। অবসর সময়ে কঠিন অংক সল্ভ করেন। ঠিক ওইভাবেই নিজের মনকে ধাতস্থ করেছিলেন।

আরসিবি অধিনায়ক বিরাট কোহলি শুধু একটাই কথা বলেছিলেন। আত্মবিশ্বাসকে হাতিয়ার করে জায়গামতো বল ফেলো। ম্যাচ শেষে এমনটাই জানালেন উচ্ছ্বসিত পার্থ চৌধুরী। শাহবাজের ফিটনেস এবং ফিল্ডিং আগেই মন কেড়ে নিয়েছে বিরাট কোহলির। এ দিনের ম্যাচ জয়ের পারফরম্যান্স শাহবাজকে আরও উঁচুতে নিয়ে গেল।

ক্রিকেটকে ভালোবাসেই এগিয়ে চলা। পরিবার কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। কলকাতায় পার্থ চৌধুরীর বাড়িতেই একরকম বেড়ে ওঠা। মাঝে সাঝে থাকতেন লিক রোডের মেস বাড়িতে। ছোট্ট ফ্ল্যাটে একই কামড়ায় থাকেন সতীর্থদের সঙ্গে। ছুটি পেলেই যান বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতে।

আরও পড়ুন:IPL 2021: ওয়ার্নারদের হারিয়ে চিপকে চমক বাংলার শাহবাজের

বাংলার কোচ অরুণ লাল আগেই দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন শাহবাজ আহমেদকে। আজকের দিনের পর এই বাঁহাতি অলরাউন্ডার অটোমেটিক চয়েস হয়ে গেলেন বিরাট কোহলির আরসিবিতে।

Next Article