AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shaheen Afridi: আফ্রিদির গতিতে দু’ভাগ ব্যাট! পরের বলেই ছিটকে গেল স্টাম্প

PSL: সদ্য বিয়ে হয়েছে পাকিস্তানের জোরে বোলার শাহিন শাহ আফ্রিদির। পিএসএলের জন্য মাঠে নেমে বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনি।

Shaheen Afridi: আফ্রিদির গতিতে দু'ভাগ ব্যাট! পরের বলেই ছিটকে গেল স্টাম্প
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Feb 27, 2023 | 10:38 PM
Share

লাহোর: পাকিস্তান সুপার লিগে আগুন ঝরাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)। তাঁর বলের গতিতে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে আস্ত ব্যাট। পরের বলেই ছিটকে যাচ্ছে উইকেট। গতির জেরে বিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়ছেন বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে প্রথম জয় এনে দেওয়া বোলার (PSL 2023)। ঘটনাটি পেশোয়ার জালমি এবং লাহোর কলন্দর্সের মধ্যে ম্যাচের। যেখানে ৪০ রানে বাবর আজমের পেশোয়ারকে হারিয়ে দিয়েছে লাহোর কলন্দর্স। ম্যাচে লাহোরের হয়ে ৪ ওভারে ৪০ রান খরচ করে ৫ উইকেট নেন আফ্রিদি। অধিনায়ক বাবর আজমের উইকেটও রয়েছে এর মধ্যে। ম্যাচে প্রথমে ব্যাট করে লাহোর ২৪১ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে পেশোয়ার ২০১ রানের বেশি তুলতে পারেনি। সেই ম্যাচেই দেখা গেল শাহিন আফ্রিদির বিস্ফোরক বোলিং। বিস্তারিত TV9 Bangla-য়।

পেশোয়ার জালমির ইনিংসের প্রথম বলেই ওপেনার মহম্মদ হ্যারিসের ব্যাট দু টুকরো করে দেন শাহিন। শাহিন প্রথম বলেই ইয়র্কার দেন। হ্যারিস তাঁর পূর্ণ শক্তি দিয়ে কভার ড্রাইভ হাঁকাতে গিয়েছিলেন। ব্যাটে, বল আঘাত করার পর ব্যাটের নীচের দিকে অর্ধেকের বেশি অংশ ছিটকে গিয়ে পড়ে মাঠে। উপরের দিকে অংশটি তখনও হ্যারিসের হাতে ধরা। তিনিও অবাক হয়ে যান। তৎক্ষণাৎ নতুন ব্যাট নিয়ে আসা হয়। শাহিনের দ্বিতীয় বলটিও ছিল ইয়র্কার লেন্থের। যা ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে ছুটে গিয়ে স্টাম্প উড়িয়ে দেয়। ইনিংসের প্রথম দুটি বলেই শাহিন বুঝিয়ে দিলেন তাঁর মাঠে নামার উদ্দেশ্য।

হ্যারিসের ব্যাট যখন ভাঙে তখন মাঠে ছিলেন জাতীয় দলের ক্যাপ্টেন বাবর আজম। বাবরও হতচকিত হয়ে যান। চোট আঘাত সারিয়ে দীর্ঘদিন পরে বাইশ গজে প্রত্যাবর্তন ঘটেছে শাহিন শাহ আফ্রিদির। এরই মধ্যে শাহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে নিকাহ সেরেছেন। পিএসএলের কয়েকটি ম্যাচ খেলেই নিজের ছন্দ খুঁজে পেয়েছেন শাহিন। ওডিআই বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্বকে একপ্রকার বার্তা দিয়ে রাখছেন তিনি।