
বার্মিংহ্যাম : এজবাস্টনে চলছে ঐতিহ্যবাহী অ্যাসেজের (Ashes 2023) প্রথম টেস্ট। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার (ENG vs AUS) প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিন গ্যালারিতে দেখা গেল পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। শুধু তাই নয়। ইংল্যান্ডের সমর্থক দল বার্মি আর্মির টুইটারে শাহিনের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। দিনদুয়েক আগেই পাকিস্তানের টেস্ট টিমে কামব্যাক হয়েছে শাহিনের। তাই অনেকেই অ্যাসেজে শাহিনের উপস্থিতি দেখে বলছেন, তিনি হয়তো প্যাট কামিন্স, নাথান লিঁয়দের দেখে টেস্টে সফল হওয়ার ছক কষছেন। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
Look who’s in the stands of Edgabston, watching Ashes ???#ShaheenAfridi | #ENGvAUS | #AUSvsENG | #Ashes | #Ashes23 | #Ashes2023 | #CricketTwitter pic.twitter.com/K5YNh6mQ8a
— MONEM HASSAN (@MonemHassan_19) June 19, 2023
সোশ্যাল মিডিয়ায় শাহিনের অ্যাসেজ দেখার ছবি ছড়িয়ে পড়তেই সকলে তাতে প্রচুর কমেন্ট করেছেন। এক টুইটার ব্যবহারকারী তো লিখেছেন, ‘টেস্টে কীভাবে বোলিং করতে হয়, তা শিখতে অ্যাসেজ দেখতে গিয়েছেন শাহিন।’
He will be learning “how to bowl in Tests”
— Vipin Tiwari (@vipintiwari952) June 19, 2023
বার্মি আর্মি হল ইংল্যান্ড ক্রিকেট টিমের সমর্থকদের একটা দল। অ্যাসেজ দেখতে যাওয়া শাহিন শাহ আফ্রিদিকে তাঁদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বার্মির আর্মির এক সদস্য তাঁর সামনে ‘দিল দিল পাকিস্তান’ গানের শুরও বাজান।
Dil Dil Pakistan!
Nice to meet you @iShaheenAfridi, what a legend ❤️ pic.twitter.com/wu2zcRdtnW
— England’s Barmy Army ???????? (@TheBarmyArmy) June 19, 2023
চলতি বছরের জুলাইতে শ্রীলঙ্কা সফরে যাবে বাবর আজমের পাকিস্তান। এই দুই দলের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ হবে। আর সেই সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১৬ সদস্যদের দল ঘোষণা করা হয়েছে। তাতে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এক বছর পর টেস্ট টিমে ফিরলেন তিনি। চোটের কারণে ১ বছর টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন আফ্রিদি। এ বার ফের সাদা জার্সি গায়ে চাপিয়ে দেশকে জেতানোর সুযোগ পাবেন তিনি।