India vs Pakistan: ভারতের বিরুদ্ধে নামার আগে ব্যাপক চাপে পাকিস্তান! খেলতে পারবেন না শাহিন

Shaheen Afridi: চোট প্রবণ পাক পেসারের কারণে বারবার সমস্যায় পড়তে হয় বাবর আজমের টিমকে। এ বারও তাঁকে নিয়ে প্রশ্ন। নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৫ ওভার বল করেছেন। ভারতের বিরুদ্ধে খেলবেন?

India vs Pakistan: ভারতের বিরুদ্ধে নামার আগে ব্যাপক চাপে পাকিস্তান! খেলতে পারবেন না শাহিন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 1:40 PM

লাহোর: সবচেয়ে আকর্ষণীয় ম্য়াচের জন্য অপেক্ষা করে রয়েছে সারা ক্রিকেট দুনিয়া। ২ সেপ্টেম্বর মুখোমুখি নামতে চলেছে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। বিশ্বকাপের (World Cup 2023) আগে এই ম্যাচ নিশ্চিত দুটো টিমের কাছে অ্যাসিড টেস্ট। নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) শুরুতে দুরন্ত পারফর্ম করেছে পাকিস্তান টিম। সেঞ্চুরি করেছেন অধিনায়ক বাবর আজম। কিন্তু বিরাট কোহলিদের (Virat Kohli) মুখে নামার আগে ব্যাপক চাপে পাক শিবির। ভারতীয় টপ অর্ডারকে যিনি চাপে রাখতে পারেন, সেই শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন শনিবার? প্রশ্ন থেকে যাচ্ছে। এশিয়া কাপ তো বটেই, বিশ্বকাপেও শাহিন আফ্রিদি পাক বোলিংয়ের স্তম্ভ। তাঁর ফর্মের উপর নির্ভর করবে গ্রিন আর্মির সাফল্য। কিন্তু তাঁর হঠাৎ চোট চাপে পড়ে গিয়েছে বাবর অ্যান্ড কোং। TV9 Bangla Sportsএর প্রতিবেদনে বিস্তারিত।

নেপালের বিরুদ্ধে বল হাতে দুরন্ত শুরু করেছিলেন শাহিন। বাঁ হাতি পেসার নতুন বলে বরাবরই ভয়ঙ্কর। বছর কয়েক আগে আমিরশাহি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শুরুতেই রোহিত শর্মা আর লোকেশ রাহুলকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বিরাট কোহলিও ছিলেন তাঁর শিকার। পাকিস্তান সেই ম্য়াচ জিতেছিল। শাহিনকে যে কারণে পুরো ফিট চায় পাক টিম। নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে সেই ঝলকই দেখাচ্ছিলেন। ৫ ওভার বল করেছিলেন তিনি। নিয়েছেন ২টো উইকেট। পুরো স্পেল করলে হয়তো আরও উইকেট মিলত। কিন্তু তার আগেই চোটের কবলে পড়েন। ফিল্ডিংয়ের সময় অস্বস্তি হচ্ছিল তাঁর। টিমের ডাক্তার ও ট্রেনারের সঙ্গে কথা বলার পর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। আসলে নেপালের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তিনি। মূলতানে ৩৮ ডিগ্রি গরমে খেলা হচ্ছিল। যে কারণে হয়তো সমস্যা হয়েছে তাঁর।

শাহিন বরাবরই খবরে থেকেছেন তাঁর চোটের কারণে। দুরন্ত বোলিং করলেও ফিটনেস নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে। ২০২২ সালের এশিয়া কাপে চোটের কারণে খেলতেই পারেননি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২.১ ওভার বল করতে পেরেছিলেন। পাকিস্তান হেরে যায় শেষ পর্যন্ত। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ পাকিস্তানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। গত কয়েক বছর ধরে টিম হিসেবে চমৎকার পারফর্ম করলেও এই টুর্নামেন্টে কেমন পারফর্ম করে বাবর আজমের টিম, সে দিকে তাকিয়ে রয়েছে সবাই। বিশ্বকাপে পাকিস্তান অন্যতম ফেভারিট হিসেবেই নামবে। কিন্তু শাহিনের মতো কার্যকর বোলারের চোট যদি থাকে, তা হলে কিন্তু চাপ বাড়বে।

২ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্য়াচ। তিন দিনও সময় নেই হাতে। ওই ম্যাচে শাহিন খেলতে পারবেন কি? পাক শিবির কিন্তু চিন্তায় থাকছে।