
কলকাতা : ভারতে এসে পাকিস্তানের ওডিআই বিশ্বকাপ (Cricket World Cup 2023) খেলা নিয়ে ডামাডোল চলছেই। নানা মুনির নানা মত। পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী চাইছেন, পাকিস্তানকে বিশ্বকাপের জন্য ভারতে না পাঠাতে। আবার প্রাক্তন ক্রিকেটারদের গলায় অন্য সুর। প্রাক্তনীরা বাবর আজমদের ওডিআই বিশ্বকাপের জন্য ভারতে পাঠাতে অনুরোধ জানিয়েছে। এই তালিকায় রয়েছেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তিনিও চাইছেন, বাবররা ভারতে গিয়ে ওডিআই বিশ্বকাপ খেলুক। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ২০০৫ সালের পাকিস্তানের ভারত সফরের কথা উল্লেখ করেছেন তিনি। ওই সফরে পাকিস্তান টিমের উপর হামলা হয়েছিল বলে গুরুতর অভিযোগ করেছেন তিনি। বিস্তারিত রইল TV9 Bangla Sports– এর এই প্রতিবেদনে।
গত এক দশক ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে একটিও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। এর আসল কারণ দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি। শুধুমাত্র আইসিসি ইভেন্ট ছাড়া মুখোমুখি হওয়ার সুযোগ নেই দুটি দেশের। এই প্রসঙ্গে ২০০৫ সালের ভারত সফরের কথা স্মরণ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর অভিযোগ, বেঙ্গালুরু টেস্ট জয়ের পর পাকিস্তানের সদস্যরা যখন হোটেলের দিকে যাচ্ছিলেন তখন বাসে হামলা করা হয়।
আফ্রিদি বলেন, “ভারতে আমাদের উপর অনেক চাপ ছিল। আমরা যখন চার-ছক্কা মারতাম তখন কেউ আমাদের জন্য হাততালিও দেয়নি। যখন আমরা ব্যাঙ্গালোর টেস্ট জিতে বেরোলাম তখন আমাদের টিম বাসে পাথর ছোঁড়া হয়েছিল। আফ্রিদি আরও বলেন, ‘পাকিস্তানের বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া উচিত নয়, আমি মোটেও এই ধারণার পক্ষে নই। আমাদের ওখানে যাওয়া উচিত এবং বিজয়ী হয়ে ফিরে আসা উচিত।
Former Pakistan captain Shahid Afridi reveals stones were thrown on their bus in Bangalore when they won the Test match there.
He still believes Pakistan should travel to India and win the World Cup there. pic.twitter.com/QABZ6tQCLk
— Farid Khan (@_FaridKhan) July 14, 2023
২০১১ সালের বিশ্বকাপও ভারতে খেলা হয়েছিল। সেই সময় শাহিদ আফ্রিদির নেতৃত্বে বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সে বার পাকিস্তানের পারফরম্যান্স ছিল দর্শনীয়। ২০১১ বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। এক দশকের বেশি সময় পর ফের একবার পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে আসে কি না সেদিকেই থাকবে নজর।