AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahid Afridi: ‘পাকিস্তানকে চোখ রাঙাচ্ছে ভারত!’ অভিযোগ আফ্রিদির, কটাক্ষ অশ্বিনকেও

Asia Cup 2023: চলতি বছরে এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত। সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব তথা এসিসি প্রধান জয় শাহ।

Shahid Afridi: 'পাকিস্তানকে চোখ রাঙাচ্ছে ভারত!' অভিযোগ আফ্রিদির, কটাক্ষ অশ্বিনকেও
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 2:09 PM
Share

ইসলামাবাদ: চলতি বছরে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের হাতে। হোস্টিং রাইটস পেয়েও একমুহূর্ত স্বস্তি নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরে। কারণ পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে অস্বীকার করেছে ভারত। বিসিসিআই সচিব এবং এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ (Jay Shah) সাফ জানিয়ে দিয়েছেন, নিরপেক্ষ ভেনুতে খেলা আয়োজিত হবে এশিয়া কাপ (Asia Cup 2023)। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের কথায় কেঁপে গিয়েছে পিসিবি। পাল্টা ২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসের ওডিআই বিশ্বকাপ বয়কট করা হুমকি দিয়েছিলেন প্রাক্তন পিসিবি প্রধান রামিজ রাজা। পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নজম শেঠি কখনও হুঁশিয়ারি, কখনও নরম কথায় মন গলানোর চেষ্টা করেছেন। তাতে কাজের কাজ হয়নি। এ বার এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারতের উদ্দেশে কথার বিষ ঢালতে শুরু করেছেন সেদেশের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। এমনকী রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে সম্মুখ সমরে এসেছেন তিনি। কী বললেন আফ্রিদি? তুলে ধরল TV9 Bangla

অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, “আমরা যখন বললাম ওদের দেশে যাব না, ওরাও বলতে শুরু করল এখানে আসবে না। আমি নিশ্চিতভাবে বলতে পারি পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসবে।” এশিয়া কাপের সম্ভাব্য ভেনু নিয়ে তিনি বলেন, “এশিয়া কাপ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হতে পারে। কারণে দুবাই এর আগে অনেক টুর্নামেন্ট খেলা হয়েছে। এ বার টুর্নামেন্ট শ্রীলঙ্কা নিয়ে যাওয়া হলে ভীষণ খুশি হব।”

অশ্বিনের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আফ্রিদি বলেন, “আইসিসির সামনে আসা উচিত। এই বিষয়টির নিষ্পত্তি প্রয়োজন। আইসিসি এর পূর্বে বিসিসিআইয়ের উপর কথা বলতে পারেনি। ভারত চোখ রাঙানোর সাহস পাচ্ছে কারণ ওরা নিজেদের জায়গাটা সেভাবেই মজবুত করে ফেলেছে। যে কারণে এমন কথা বলতে পারছে। নয়তো এতটা সাহস কী করে হয়?” একটি পাকিস্তানি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, “ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসবে কি না জানা নেই। আমরা কি ভারতে আয়োজিত ওডিআই বিশ্বকাপ বয়কট করব? শুধু এটুকু বলতে পারি, আইসিসিও বিসিসিআইয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না। মার্চে এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে। বিষয়টি সেখানে তোলা হবে।”