
শ্বশুর শাহিদ আফ্রিদির পারিবারিক ফার্মহাউসে একটা গোটা দিন কাটালেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ইসলামাবাদের ওই ফার্মহাউসের অন্দর দারুণভাবে সাজানো। (ছবি:টুইটার)

আফ্রিদি বনাম আফ্রিদি। জমিয়ে ক্রিকেট খেললেন দু'জনে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শাহিনের বলে পেল্লাই ছক্কা হাঁকান লালা। (ছবি:টুইটার)

ঝড় উঠল স্নুকার টেবিলেও। ক্রিকেটের বাইরে এই খেলাটার প্রতিও আগ্রহ রয়েছে শ্বশুর-জামাইয়ের। (ছবি:টুইটার)

ভাবছেন তো শাহিনের বিয়ে কবে হল? গতবছরের সেপ্টেম্বরে শোনা গিয়েছিল, শাহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে নাকি নিকাহ সেরে ফেলেছেন পাক বোলার। পরে সিনিয়র আফ্রিদিও এই বিষয়ে মুখ খোলেন। (ছবি:টুইটার)