TNPL: আইপিএলে হয়নি, টিএনপিএলে চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের দল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 13, 2023 | 12:32 PM

Shahrukh Khan, TNPL 2023: নেল্লাই রয়্যাল কিংসকে হারিয়ে এ বারের তামিলনাড়ু প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের দল।

TNPL: আইপিএলে হয়নি, টিএনপিএলে চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের দল
TNPL: আইপিএলে হয়নি, টিএনপিএলে চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের দল
Image Credit source: TNPL Twitter

Follow Us

তিরুনেলভেলি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দলকে জেতাতে পারেননি। কিন্তু তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (TNPL) শাহরুখ খান (Shahrukh Khan) দলকে জিতিয়ে দেখালেন। তিরুনেলভেলিতে এ বারের টিএনপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল শাহরুখ খানের লাইকা কোভাই কিংস ও অরুণ কার্তিকের নেল্লাই রয়্যাল কিংস। ফাইনালে টস জেতেন লাইকা কোভাই কিংসের অধিনায়ক শাহরুখ খান। শেষ অবধি ম্যাচও জেতেন শাহরুখরা। এই নিয়ে টানা দ্বিতীয় বার তামিলনাড়ু প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হল লাইকা কোভাই কিংস। শাহরুখদের করা রানের অর্ধেকও পূরণ করতে পারেননি কার্তিকরা। তাই ব্যাটে-বলে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাইকা কোভাই কিংস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

TNPL ফাইনালে লাইকা কোভাই কিংসের পারফরম্যান্স

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লাইকার ক্যাপ্টেন শাহরুখ খান। সুরেশ কুমার, মুলিকেশ ও আতিক উর রহমানরা হাফসেঞ্চুরি করেন। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে লাইকা। জবাবে ২০৬ রান তাড়া করতে নেমে ১০১ রানে আটকে যায় নেল্লাই। পুরো ২০ ওভার ব্যাট করতে পারেননি অরুণ কার্তিকরা।

ব্যাট হাতে লাইকার ক্রিকেটাররা দাপট দেখানোর পর বল হাতে বাজিমাত করেন শাহরুখ খানরা। নেল্লাইয়ের বিরুদ্ধে ফাইনালে ৩টি উইকেট নেন লাইকার অধিনায়ক শাহরুখ খান। চারটি উইকেট নেন জে সুব্রমনিয়ান। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সর্বাধিক উইকেটশিকারী বোলার হয়েছেন শাহরুখ খান। তাই এ বারের তামিলনাড়ু প্রিমিয়ার লিগের পার্পল ক্যাপ জিতেছেন তিনি। এ বারের টিএনপিএলে ৯টি ইনিংসে ১৭টি উইকেট নিয়েছেন তিনি। ২০২১ সাল থেকে আইপিএলে পঞ্জাব কিংসে রয়েছেন শাহরুখ খান। অথচ তিনি আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে এখনও অবধি কোনও মরসুমেই বল করেননি। টিএনপিএলে তাঁর এই বোলিং পারফরম্যান্স দেখে হয়তো আসন্ন আইপিএলে তাঁকে বল হাতে দেখা যেতেই পারে।

উল্লেখ্য, টিএনপিএলের ফাইনালে নেল্লাই রয়্যাল কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন লাইকার জে সুব্রমনিয়ান। ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। অন্যদিকে পুরো টুর্নামেন্টে ৩৮৫ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটাররে পুরস্কার জিতেছেন নেল্লাই রয়্যাল কিংসের গুরুস্বামী অজিতেশ।