চট্টগ্রাম: ফ্যান হল ভগবান। সেলিব্রিটিরা প্রায়ই একথা আউড়ে থাকেন। সেই ফ্যানকেই কি না ধরে পিটিয়ে দিলেন সাকিব আল হাসান! বেশ কিছুদিন ধরেই শিরোনামে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল খান (Shakib Al Hasan)। সৌজন্যে সীমিত ওভারের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে তাঁর সম্পর্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরুর আগে থেকে সাকিব-তামিমের মধ্যে ঝামেলা ও বাংলাদেশ ক্রিকেটের (Bangladesh Cricket) অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। ফের শিরোনামে সাকিব। তবে এ বার বিতর্কে জড়ালেন। চট্টগ্রামের এক অনুষ্ঠানে এক ফ্যানকে দুমদাম করে পিটিয়ে দিলেন সাকিব। কেন নিজেরই ফ্যানকে মারধর করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার? ঘটনাটি কী, তুলে ধরল TV9 Bangla।
অথচ এই মুহূর্তে সাকিবের ফুরফুরে থাকার কথা। কারণ বৃহস্পতিবার ইংল্যান্ডকে সিরিজের প্রথম টি-২০তে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। টি-২০ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে। ম্যাচে ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলেন সাকিব। ওডিআই সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে যায় বাংলাদেশ। এরপর টি-২০ সিরিজের শুরুতেই জয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশ শিবিরের হাওয়া ফুরফুরে। অথচ বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর কয়েক ঘণ্টা পর সাকিবের হাতে মার খেয়ে গেলেন এক অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল। কেন এতটা খাপ্পা হয়ে উঠলেন সাকিব?
ঘটনাটি চট্টগ্রামের। শুধুমাত্র পুরুষদের পোশাক বিক্রি করে এমন একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধনের জন্য ডাকা হয়েছিল সাকিবকে। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুকে সাকিব জানান বৃহস্পতিবার সন্ধ্যায় শোরুম উদ্বোধনে উপস্থিত থাকার বিষয়ে। সেইমতো নির্ধারিত সময়ের আগেই এলাকায় ভিড় জমে যায়। পছন্দের ক্রিকেটারকে দেখতে ভিড় জমান অনেকেই। কিন্তু আয়োজকদের পক্ষে ভিড় সামলানোর ব্যবস্থা ছিল না। যা দেখে এমনিতেই বিরক্ত ছিলেন সাকিব। তার মধ্যেই একজন সাকিবের মাথার টুপি ধরে টান মারেন। সাকিব বিষয়টি বুঝে টুপিটি ছিনিয়ে নিয়ে ওটা দিয়েই ‘টুপি চোর’কে বেশ কয়েকবার আঘাত করেন। ঘটনার পরই গাড়িতে উঠে চলে যান সাকিব। তবে ওই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখে নিন ভিডিয়োটি-