Shakib Al Hasan: অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ, কিন্তু কেন?

ICC World Cup 2023: বিশ্বকাপ শুরু হবে আর ৫দিন পর। আজ বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের মধ্যে ৬টি দল ওয়ার্ম আপ ম্যাচ খেলছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে খেলছে বাংলাদেশ। তবে আজ, অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে দেখা যাচ্ছে বাংলাদেশকে।

Shakib Al Hasan: অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ, কিন্তু কেন?
অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ, কিন্তু কেন?Image Credit source: Twitter

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 29, 2023 | 6:01 PM

গুয়াহাটি: বিশ্বকাপ (Cricket World Cup 2023) শুরু হবে আর ৫দিন পর। আজ বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দলের মধ্যে ৬টি দল ওয়ার্ম আপ ম্যাচ খেলছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে খেলছে বাংলাদেশ। তবে আজ, অধিনায়ক সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) ছাড়াই খেলতে দেখা যাচ্ছে বাংলাদেশকে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কেন নেই সাকিব? সূত্রের খবর, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছেন সাকিব। তাই লঙ্কানদের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে খেলতে পারলেন না তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের ৫দিন আগে সাকিব আল হাসানের এই হঠাৎ চোট চিন্তা বাড়াল বাংলাদেশ শিবিরের। গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে সাকিবের জায়গায় টস করেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য সাকিবের চোটের ব্যাপারে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের আগের দিন অর্থাৎ গতকাল ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। তাঁর পা যে কারণে ফুলে গিয়েছে। যদি এই ফোলা ভাব তাড়াতাড়ি না কমে তা হলে ১ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে হতে চলা ওয়ার্ম আপ ম্যাচেও হয়তো সাকিবকে নাও দেখা যেতে পারে।

৭ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগার্সরা। সাকিব আল হাসানের চোট যদি তার মধ্যে না ঠিক হয়, তা হলে তাঁকে আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ম্যাচে নাও খেলতে দেখা যেতে পারে। বাংলাদেশ টিম অনেক বিতর্ক সঙ্গে করে ভারতে খেলতে এসেছে। দেশের সেরা ব্যাটার তামিম ইকবালকে বাদ দিয়েই বিশ্বকাপের স্কোয়াড গড়েছে বাংলাদেশ। যা রীতিমতো চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত। এই নিয়ে কম জলঘোলা হয়নি। তার মাঝে সাকিবের চোট বাংলাদেশের চিন্তা বাড়াল বই, কমাল না।