AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh vs Afghanistan : ‘জানতাম ওর ক্ষমতা আছে’, জিতে সতীর্থদের প্রশংসায় সাকিব

আফগানিস্তানের বিরুদ্ধে জিতে দলের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর মতে, দল পরিকল্পনাগুলির ভালোভাবে বাস্তবায়ন করেছে এবং পেসাররা খুব ভাল খেলেছেন।

Bangladesh vs Afghanistan : 'জানতাম ওর ক্ষমতা আছে', জিতে সতীর্থদের প্রশংসায় সাকিব
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 7:23 AM
Share

লাহোর : শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর দলের ক্রিকেটারদের উপর বেজায় বিরক্ত হয়েছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। হেরে গিয়ে তাঁর মুখে শোনা গিয়েছিল তামিম ইকবাল, লিটন দাসদের অনুপস্থিতির কথা। মনে করা হচ্ছিল, সাকিবের এই মন্তব্যে দলের মনোবল ভেঙে যাবে। কারণ বাকিদের মনে হত অধিনায়কের তাঁদের উপর ভরসা নেই। তবে হল তার উল্টোটা। ক্যাপ্টেনের মন্তব্য বোধহয় মনোবল ভেঙে না দিয়ে দলকে চাঙ্গা করে তুলেছে। কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে হারের পর প্রবলভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ (Ban vs Afg)। আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮৯ রানে জিতেছে তারা। ব্যাটে-বলে অনবদ্য টাইগারদের পারফরম্যান্স। জোড়া সেঞ্চুরি এসেছে। এই জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, “বোলাররা পরিকল্পনার ভালোভাবে বাস্তবায়ন করেছেন। পেসাররা তাঁদের পুরো শক্তি দিয়ে বোলিং করেছেন। কারণে এই উইকেটে বল করা সহজ ছিল না। আমাদের দল প্রতিটি বিভাগেই ভালো খেলেছে। এদিন বাংলাদেশ প্রথমে ব্যাট করে। নাজমূল হাসান শান্ত (১০৪) ও মেহেদি হাসান মিরাজের (১১২) সেঞ্চুরিতে বাংলাদেশ পাঁচ উইকেটে ৩৩৪ রান তোলে। সাকিব আল হাসান নিজে ১৮ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলেন। এরপর রান তাড়া করতে নেমে আফগানিস্তান ৪৪.৩ ওভারে ২৪৫ রান করে অলআউট হয়ে যায়।

এই জয়ে সুপার ফোরের দৌড়ে রয়ে গিয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ বহুদিন পর ওপেনিংয়ে নেমে সাফল্য পেয়েছেন। সতীর্থর ইনিংস সম্পর্কে সাকিব বলেন, “ও টপ অর্ডারে সুযোগ পেয়েছে এবং নিজেকে প্রমাণ করেছে। আমরা সবসময় জানতাম ওর সামর্থ্য আছে।”