অনুশীলন শুরু সামির,ফিরতে পারেন তৃতীয় টেস্টে

sushovan mukherjee |

Feb 07, 2021 | 3:55 PM

দিনে আপাতত ১৮টি বল করার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের তারকা পেসারকে।

অনুশীলন শুরু সামির,ফিরতে পারেন তৃতীয় টেস্টে
ছবি-সামির টুইটার।

Follow Us

বেঙ্গালুরু: চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন ভারতীয় পেসার মহম্মদ সামি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে (এনসিএ) অনুশীলন শুরু করলেন ভারতের তারকা পেসার। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে ব্যাটিং করার সময় কবজিতে চিড় ধরে মহম্মদ সামির। তারপরই সেই সিরিজ থেকে ছিটকে যান তিনি। প্যাট কামিন্সের বলে হাতে চোট পেয়েছিলেন সামি। দেশে ফিরে বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবে ছিলেন এই তারকা পেসার। ফিট হয়ে এবার অনুশীলন শুরু করলেন তিনি।

অনুশীলনের ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন মহম্মদ সামি। চোটের অবস্থার কথা ভেবে আপাতত হালকা অনুশীলনের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। আগামী কয়েকদিন এনসিএ-তে হালকা অনুশীলনই করবেন সামি। দিনে আপাতত ১৮টি ডেলিভারি করার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের তারকা পেসারকে। আগামী কয়েকদিন শর্ট রান আপে বোলিং অনুশীলন করবেন মহম্মদ সামি। ধীরে ধীরে অনুশীলনে জোর বাড়ানো হবে।

আরও পড়ুন:ভারানের জোড়া গোলে রিয়ালের জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম দুটি টেস্টের বাইরে রাখা হয়েছে সামিকে। তবে তৃতীয় টেস্ট থেকে তাকে দলে রাখার প্ল্যানিং শুরু রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ২৪ ফেব্রুয়ারি আমেদাবাদে ভারত-ইংল্যান্ড দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হবে। গোলাপি টেস্টে সামিকে রাখার চিন্তাভাবনা রয়েছে থিঙ্ক ট্যাঙ্কের।

Next Article