ভারানের জোড়া গোলে রিয়ালের জয়
লা লিগাতে (La Liga) শনিবার উয়েস্কাকে (Huesca) ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। জিদানের দল আরও বেশি ব্যাবধানে জিততে পারত। উয়েস্কা গোলরক্ষক আলভারো বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। তা সত্ত্বেও ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন বেঞ্জেমারা।
Most Read Stories