KKR, IPL 2023: শ্রেয়স নেই, কাকে কেকেআরের নেতা বাছবেন শাহরুখ?
Kolkata Knight Riders : এ বছর সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি লিগে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেন্সি করেন নারিন। সেখানে অবশ্য নারিনের ক্যাপ্টেন্সিতে ভালো পারফর্ম করেনি দল।
কলকাতা: পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ার। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝপথেই চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। আইপিএলেও তাঁর খেলা নিয়ে সংশয়। মাথায় হাত কলকাতা নাইট রাইডার্সের। শ্রেয়সের অনুপস্থিতিতে কে ক্যাপ্টেন্সি করবেন, তা নিয়েই চিন্তায় ঘুম উড়েছে নাইট টিম ম্যানেজমেন্টের। শ্রেয়স ছাড়া নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কারও সে রকম নেই। হাতে থাকা ক্রিকেটারদের নিয়েই অধিনায়ক বাছাই করতে হবে নাইট রাইডার্সকে। দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এ নিয়ে নিয়মিত বৈঠকে বসছেন ম্যানেজমেন্টের সঙ্গে। একটা সময় আন্দ্রে রাসেলকে ক্যাপ্টেন করার কথা ভাবছিল নাইট টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই ভাবনা থেকে এখন সরে দাঁড়িয়েছে কেকেআর। রাসেলকে খোলা মনে খেলতে দিতে চায় নাইট থিঙ্ক ট্যাঙ্ক। দিন দু’য়েকের মধ্যেই নতুন নেতার নাম ঘোষণা করবে কেকেআর। বিস্তারিত TV9Bangla-য়।
এই মুহূর্তে ক্যাপ্টেন্সির দৌড়ে দু’জন ক্রিকেটারকে ভেবে রেখেছে নাইট টিম ম্যানেজমেন্ট। প্রথম জন শার্দূল ঠাকুর আর দ্বিতীয় জন সুনীল নারিন। ৩০ মার্চের মধ্যে নতুন নেতার নাম ঘোষণা করতেই হবে নাইট রাইডার্সকে। কারণ ১ এপ্রিল মোহালিতে মাঠে নামছে কেকেআর। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। তার আগে নতুন নেতাকে আইপিএল ক্যাপ্টেন্স মিটিংয়ে থাকতে হবে। সূত্রের খবর, নাইট কর্ণধার শাহরুখ খানই নতুন নেতার নাম ঘোষণা করবেন।
শ্রেয়সের অনুপস্থিতিতে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রয়েছেন শার্দূল ঠাকুর। ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে ভারতীয় অলরাউন্ডারকে দিল্লি ক্যাপিটালস থেকে দলে নেয় কেকেআর। শার্দূলকে আগে থেকেই চেনেন চন্দ্রকান্ত পণ্ডিত। স্টপ গ্যাপ অধিনায়ক হিসেবে তাঁকে ভেবে রেখেছেন কেকেআর কোচ।
শার্দূল ছাড়া নাইট টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছেন সুনীল নারিন। ২০১২ সাল থেকে কেকেআরে খেলছেন ক্যারিবিয়ান অফস্পিনার। নাইট রাইডার্সকে দু’বার আইপিএল ট্রফি দেওয়ার পিছনে নারিনের অবদান অনস্বীকার্য। একই রকম ভাবে খারাপ সময়ে নারিনের পাশে থেকেছে কেকেআর। ক্যারিবিয়ান স্পিনারের সঙ্গে ভীষণভাবে আবেগ জড়িয়ে আছে শাহরুখের দলের। তাই নারিনকে ক্যাপ্টেন করার কথা ভাবছে টিম ম্যানেজমেন্টের একটা অংশ।
এ বছর সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি লিগে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেন্সি করেন নারিন। সেখানে অবশ্য নারিনের ক্যাপ্টেন্সিতে ভালো পারফর্ম করেনি দল। ৯টা ম্যাচের মধ্যে মাত্র একটাতে জিতেছে। বাকি ৮টাতেই হেরেছে। ৬ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবলের একেবারে নীচে শেষ করেছে শাহরুখের দল। এই মুহূর্তে শ্রেয়সের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সির দৌড়ে শার্দূল কিছুটা হলেও এগিয়ে।