Shoaib Akhtar: শোয়েব চান ‘লাহোরে আসুক ভাজ্জি’, থাকছে ডিনারের নিমন্ত্রণ; কী বলছেন হরভজন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 03, 2023 | 8:45 AM

Harbhajan Singh: ওয়াঘার ওপার থেকে ডিনারের নিমন্ত্রণ পেয়েছেন হরভজন সিং। প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার হরভজনকে লাহোরে আসার কথাও বলেছেন।

Shoaib Akhtar: শোয়েব চান লাহোরে আসুক ভাজ্জি, থাকছে ডিনারের নিমন্ত্রণ; কী বলছেন হরভজন?
Shoaib Akhtar: শোয়েব চান 'লাহোরে আসুক ভাজ্জি', থাকছে ডিনারের নিমন্ত্রণ; কী বলছেন হরভজন?

Follow Us

নয়াদিল্লি: বাইশ গজের বাইরে ভারত ও পাকিস্তানের একাধিক ক্রিকেটার খুব ভালো বন্ধু। এই যেমন ভারতের প্রাক্তন তারকা হরভজন সিং (Harbhajan Singh) ও পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতার (Shoaib Akhtar)। দুই প্রাক্তন ক্রিকেটার মাঠের বাইরে মুখোমুখি হওয়া মানেই ২২ গজের একঝাঁক স্মৃতি মনের কোণায় ভিড় করে আসে। সদ্য কাতারে শোয়েব আখতারের সঙ্গে দেখা হয়েছে ভাজ্জির। সেখানে দুই প্রাক্তন ক্রিকেটার জমিয়ে আড্ডা দিয়েছেন। বিরাট কোহলি না বাবর আজম, কে সেরা? তা-ও বেছে নিয়েছেন শোয়েব। এই সবের ফাঁকে হরভজনকে লাহোরে যাওয়ার কথা বলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। যা শুনে কী বলেছেন ভাজ্জি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কাতারে হরভজন-শোয়েবের মোলাকাত

সদ্য নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা হরভজন সিং। তা নিয়ে শোয়েব জিজ্ঞাসা করেন, কেন ইউটিউব চ্যানেল খুললেন হরভজন? উত্তরে তিনি বলেন, ‘অনেকেই ইউটিউব চ্যানেল রয়েছে। সেগুলো দেখি। আমারও ইচ্ছে হল। তাই চ্যানেল খুলেই নিলাম।’ হরভজনের ইউটিউব ভিডিয়োতেই শোয়েব তাঁকে লাহোরে গিয়ে তাঁর সঙ্গে ডিনারের জন্য নিমন্ত্রণ করেন। শোয়েব বলেন, ‘আমি আশাবাদী ভাজ্জি (হরভজন সিং) একদিন লাহোরে যাবে। তখন আমরা ওর সঙ্গে ডিনার করব। ক্রিকেটের দিক থেকে আমাদের মধ্যে কোনও পার্থক্য নেই। ভাজ্জি লাহোর পছন্দও করে। ওর তো লাহোরে আসার পরিকল্পনাও রয়েছে।’

এরপর হরভজন জানান, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে গুরুদ্বারা দরবার সাহিব কর্তারপুরে যাওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। হরভজনের পরিবারের বাকিরা সেখানে গিয়েছেন। কিন্তু তাঁর যাওয়া হয়ে ওঠেনি। হরভজন জানান, সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। একইসঙ্গে শোয়েব আখতারও তাঁকে লাহোরে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন। এ বার দেখার ভাজ্জি কবে হাজির হন লাহোরে।

দুই পুরনো বন্ধুর দেখা হলে যেমনটা হয়, হরভজন ও শোয়েবের ক্ষেত্রেও তেমনটা হয়েছে। ২-৫টা এদিক ওদিকের কথা বলার পর, দু’জনই ডুব দিয়েছেন স্মৃতির পাতায়। ২০১১ সালের বিশ্বকাপের সেমিফাইনালে মোহালিতে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সে বার সেমিফাইনাল ম্যাচে গ্রিন আর্মির একাদশে জায়গা পাননি শোয়েব আখতার। এই নিয়ে হরভজন জিজ্ঞাসা করলে, তিনি বলেন, ‘শাহি আফ্রিদি আমাকে একাদশে রাখতে চেয়েছিল। কিন্তু ম্যানেজমেন্ট চায়নি যে আমি খেলি। এটা আমার শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। সকলে প্রার্থনা করছিল যেন বিশ্বকাপ জেতে ভারত বা পাকিস্তান। ফাইনালে উঠে ভারত বা পাকিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কাকে।’ উল্লেখ্য, সেই ম্যাচে ২৯ রানে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ধোনির ভারত। এরপর শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের গল্প সকলের জানা।

Next Article