লখনউ: ছয়ে ছয়! ছুটে চলেছে ভারতের জয়রথ। রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোম্পানির বল ও ব্যাটের শাসনে কাঁপছে প্রতিপক্ষ। ভারতীয় তারকাদের শুভেচ্ছা বার্তা, প্রশংসায় ভরিয়ে দিচ্ছ ক্রিকেট বিশ্ব। ভারতীয় দলের প্রশংসা শোনা যাচ্ছে পাক ক্রিকেটারদের মুখেও। ইংল্যান্ডকে পরাস্ত করার পর জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) প্রশংসা শোনা যায় সুইংয়ের সুলতান ওয়াসিম আক্রমের মুখে। এ বার ভারতীয় দলের প্রশংসায় শোয়েব আখতার। ‘ভারতের প্রশংসা করব না কেন?’ রোহিতদের হয়ে গলা ফাটাচ্ছেন। আর কী বলছেন শোয়েব? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বোলারদের দাপটে ইংল্যান্ডকে হারিয়ে জয়রথ ছুটিয়ে চলেছে ভারত। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন বুমরা ও ভারতের জয়ের আর এক নেপথ্য নায়ক সামি। এ বার ভারতীয় দলের প্রশংসায় সামিল হলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের পর তিনি বলেন, “অনেকেই বলছেন কেন ভারতের এত প্রশংসা করছি? কেন করব না বলুন তো?” এরপর সামির গুণ গাইতে শুরু করেন শোয়েব। ভারতীয় বোলিংয়ে অন্য ধারা এনেছেন সামি, এমনটাই মনে করেন শোয়েব। তাঁর কথায়, “সামি আসায় ভারতীয় বোলিংয়ে অনেক পরিবর্তন এসেছে। ভারত-ইংল্যান্ড ম্যাচে, ইংরেজদের কার্যত অন্ধ করে দিয়েছে সামি। ইংল্যান্ডকে শ্বাস নেওয়ার সুযোগই দেয়নি ভারত। এরপর জাডেজা ও কুলদীপরা তো রয়েছেই। দুর্দান্ত বোলিং আক্রমণ! সত্যি প্রশংসা করার মতোই।”
এখনও পর্যন্ত দু ম্যাচ খেলেছেন সামি। দু’ম্যাচে সামির শিকার ৯ উইকেট। এই প্রসঙ্গে শোয়েব বলছেন,”সবাই বলছে, ব্যাটিংয়ের জন্যই জিতছে ভারত। তবে আমি বলবো, অসাধারণ বোলিংয়ের জোরে জিতছে ভারত। অপরাজিত হিসেবে যদি চ্যাম্পিয়ন হয় ভারত, তাহলে তা বিশ্বরেকর্ড হবে। এ ব্যপারে শোয়েবের বক্তব্য, ” একটি ম্যাচ না হেরে এ ভাবে বিশ্বজয় করতে আমি এখনও পর্যন্ত কাউকে দেখিনি। ভারতের জন্য সেমিফাইনাল বা ফাইনালে খারাপ কিছু অপেক্ষা করছে বলে মনে আমি অন্তত মনে করছি না।”