Shoaib Akhtar: এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, ফাইনালে ভারত-পাক লড়াই দেখতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 16, 2023 | 5:11 PM

India vs Pakiatan: এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তানের ম্যাচ চান প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার।

Shoaib Akhtar: এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, ফাইনালে ভারত-পাক লড়াই দেখতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস
এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ ফাইনালে ভারত-পাক লড়াই দেখতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: বাইশ গজে ভারত-পাক (India vs Pakistan) দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে যখনই এই দুই দেশ মুখোমুখি হয়েছে, ক্রিকেট ভক্তরা ভরপুর বিনোদন পেয়েছে। রাজনৈতিক টানাপোড়েনে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ না হলেও, আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। এ বছরই এশিয়া কাপ (Asia Cup) এবং ওডিআই বিশ্বকাপ (World Cup) হওয়ার কথা রয়েছে। এই দুই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চান প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। বর্তমানে তিনি এখন লেজেন্ডস লিগের জন্য রয়েছেন কাতারে। পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত না হলে তিনি চান শ্রীলঙ্কায় হোক এশিয়া কাপ। ভারত-পাকিস্তানকে ফাইনালে দেখতে চেয়ে আর কী কী বললেন তিনি? বিস্তারিত রইল TV9Bangla -র এই প্রতিবেদনে।

ঠিক যেদিন থেকে পাকিস্তান ২০২৩ সালের এশিয়া কাপের দায়িত্ব পেয়েছে, সেদিন থেকেই টুর্নামেন্টে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। বলাই বাহুল্য দুই দেশের রাজনৈতিক অশান্তির জেরেই এইরকম প্রশ্ন উঠছে। এমনকি বিসিসিআই সভাপতি জয় শাহ পরিস্কার বলে দিয়েছেন যে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ভেনু যাই হোক না কেন, এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তানকে মুখোমুখি দেখতে চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এ বিষয়ে তিনি বলেন, “আমি চাই পাকিস্তানেই এশিয়া কাপ হোক। কিন্তু একান্তই তা না হলে, আমি চাই শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজিত হোক। আর টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হোক ভারত। শুধু তাই নয়, এই দুই দলের মধ্যেই হোক ওডিআই বিশ্বকাপের ফাইনাল। আমি চাই ভারত-পাকিস্তান ফাইনালটা হোক।” উল্লেখ্য, এ বছরের এশিয়া কাপ কোথায় হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।

একইসঙ্গে বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে ফর্ম ফিরে পাওয়া নিয়ে শোয়েব বলেন, “আমি জানতাম বিরাট কোহলি রানে ফিরবেই। এটা আমার কাছে নতুন কিছু নয়। অধিনায়কত্বের দায়িত্বটা ওকে বাড়তি চাপ দিচ্ছিল। কিন্তু এখন এই দায়িত্ব ওর কাঁধ থেকে সরে গিয়েছে। যার ফলে ও মানসিক দিক থেকে স্বস্তিতে রয়েছে। এ বার ও মনোযোগ দিয়ে ব্যাটিং করবে। আমার বিশ্বাস ও সচিনের ১০০ টি সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেবে। ও কেরিয়ারে ১১০টি সেঞ্চুরি করুক।”

লম্বা ক্রিকেট কেরিয়ারে কার উইকেট নেওয়া সবচেয়ে বেশি পছন্দ করতেন শোয়েব? এই নিয়ে শোয়েব জানান, নিজের জীবনে সচিনকে আউট করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন তিনি।

Next Article