Shoaib Malik: BPL এ ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন নিয়ে এ বার মুখ খুললেন শোয়েব মালিক

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে এক ম্যাচে পরপর তিনটি নো বল করেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। তারপর থেকে গত কয়েকদিন ধরে শোয়েব মালিককে নিয়ে ক্রিকেট মহলে বিরাট আলোচনা চলছে। গুঞ্জন শোনা গিয়েছিল, ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত প্রাক্তন পাক অধিনায়ককে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিষিদ্ধ করা হয়েছে। এ বার এই সকল গুঞ্জন নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক।

Shoaib Malik: BPL এ ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন নিয়ে এ বার মুখ খুললেন শোয়েব মালিক
Shoaib Malik: BPL এ ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন নিয়ে এ বার মুখ খুললেন শোয়েব মালিক

Jan 27, 2024 | 10:14 AM

কলকাতা: হঠাৎ করেই বাংলাদেশ থেকে পাক ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik) দুবাই চলে যেতেই হইচই পড়ে গিয়েছে। একদিকে তাঁর সানা জাভেদের সঙ্গে তৃতীয় বিয়ে নিয়ে আলোচনা থামছেই না। অন্যদিকে শোয়েবের বিরুদ্ধে উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। আসলে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে এক ম্যাচে পরপর তিনটি নো বল করেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। তারপর থেকে গত কয়েকদিন ধরে শোয়েব মালিককে নিয়ে ক্রিকেট মহলে বিরাট আলোচনা চলছে। গুঞ্জন শোনা গিয়েছিল, খুলনা টাইগার্সের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত প্রাক্তন পাক অধিনায়ককে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিষিদ্ধ করা হয়েছে। এ বার এই সকল গুঞ্জন নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক।

এক বিবৃতিতে তিনি পুরো বিষয়টা পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, দুবাইয়ে তাঁর আগে থেকেই একটি ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল। তাই পূর্বপরিকল্পিত ইভেন্টে তিনি যোগ দেওয়ার জন্য দুবাইতে গিয়েছেন বলে জানিয়েছেন শোয়েব।

বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানূর রহমান পাক তারকা শোয়েবের বিরুদ্ধে ওঠা ম্যাচ গড়াপেটার যাবতীয় অভিযোগও উড়িয়ে দিয়েছেন। এক ভিডিয়ো বার্তায় তিনি বলেছেন, ‘শোয়েব মালিককে নিয়ে এতদিন ধরে যে গুঞ্জন চলছে, তা সম্পূর্ণ মিথ্যে। ও অসাধারণ ক্রিকেটার। নিজের সেরাটা বরাবর উজাড় করে দেয়। তাই এই ব্যাপারটা নিয়ে আর বেশি জলঘোলা করার কোনও প্রয়োজন নেই। খেলায় হার-জিত লেগেই থাকে। আমরা পরপর দু’টো ম্যাচ হেরেছি। ফলে আমরা আগামী ম্যাচের ওপর আমাদের ফোকাস করতে হবে। আমরা আশাবাদী এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারব। ফরচুন বরিশালের পাশে আপনারা থাকুন। সকলে প্রার্থনা করুন আমরা যেন ফাইনালে উঠতে পারি।’

শোয়েব সেই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘অফিসিয়াল বিবৃতি; সম্প্রতি ফরচুন বরিশালের হয়ে খেলা একটি ম্যাচকে কেন্দ্র করে যে গুজব ছড়িয়েছে, তা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। আমার এ বার মনে হয়েছে নিজের অবস্থান পরিষ্কার করা দরকার। আমি অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি। বিপিএল ছেড়ে আমার বেরিয়ে আসার সিদ্ধান্ত যৌথ ভাবেই নেওয়া। আমার পূর্বনির্ধারিত সূচির জন্যই বাংলাদেশ ছাড়তে হয়েছে। ফরচুন বরিশালের আগামী ম্যাচগুলোর জন্য আমার শুভেচ্ছা রইল। প্রয়োজন হলে আমি আবার দলকে সাহায্য করতে তৈরি। দরকার হলে আবার অবশ্যই আমাকে পাওয়া যাবে।’

শোয়েবের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার যে অভিযোগ উঠেছে, তা নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন শোয়েব। তিনি লিখেছেন, ‘আমি জানতে পেরেছি সম্প্রতি একটা গুজব ছড়িয়েছে। তা নিয়ে পরিষ্কার বলতে চাই এই সব গুজব ভিত্তিহীন। আমি মনে করি কোনও তথ্য চারিদিকে ছড়িয়ে দেওয়ার আগে সকলের উচিত তা যাচাই করে নেওয়া। এটা ভীষণ জরুরি। এই ধরনের গুজব যে কারও ভাবমূর্তি নষ্ট করতে পারে। সেই সঙ্গে অপ্রয়োজনীয় বিভ্রান্তিও তৈরি করতে পারে। সকলের উচিত সত্যকে প্রাধান্য দেওয়া। আর আসল এবং সত্যিটা বোঝার জন্য নির্ভরযোগ্য উৎসের ওপর বিশ্বাস রাখা দরকার। আপনাদের সকলের বোঝার জন্য এবং ধৈর্যের জন্য জানাই ধন্যবাদ। আমাকে ভালোবাসা দেওয়া এবং সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ।’