Shoaib Malik: সানার সঙ্গে শোয়েবের তৃতীয় বিয়ে বেশিদিন টিকবে না…, কে বললেন এমন কথা?

তৃতীয় বার পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক বিয়ে করার পর তাঁকে নিয়ে সমালোচনা থামছেই না। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শোয়েবের এই বিয়েতে তাঁর পরিবারের কেউ খুশি নন। এমনটাই জানিয়েছেন শোয়েবের বোন। এরই মাঝে এক বিশিষ্ট ব্যক্তি বলেছেন, 'সানার সঙ্গে শোয়েবের তৃতীয় বিয়ে বেশিদিন টিকবে না...।' কে বললেন এমন কথা?

Shoaib Malik: সানার সঙ্গে শোয়েবের তৃতীয় বিয়ে বেশিদিন টিকবে না..., কে বললেন এমন কথা?
Shoaib Malik: সানার সঙ্গে শোয়েবের তৃতীয় বিয়ে বেশিদিন টিকবে না..., কে বললেন এমন কথা?

Jan 25, 2024 | 4:00 PM

কলকাতা: দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন শোয়েব মালিক (Shoaib Malik) এবং সানিয়া মির্জা (Sania Mirza)। তারই মাঝে হঠাৎ করে শোয়েব মালিক পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নিজের বিয়ের খবর জানান। তৃতীয় বার পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক বিয়ে করার পর তাঁকে নিয়ে সমালোচনা থামছেই না। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শোয়েবের এই বিয়েতে তাঁর পরিবারের কেউ খুশি নন। এমনটাই জানিয়েছেন শোয়েবের বোন। এরই মাঝে এক বিশিষ্ট ব্যক্তি বলেছেন, ‘সানার সঙ্গে শোয়েবের তৃতীয় বিয়ে বেশিদিন টিকবে না…।’ কে বললেন এমন কথা?

আসলে সোশ্যাল মিডিয়া সাইট X এ সাহিত্যিক তসলিমা নাসরিন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম ওরা (শোয়েব মালিক-সানিয়া মির্জা) সুখী দম্পতি। তবে আমি ভুল ছিলাম। সানিয়া মির্জার মতো বুদ্ধিমতি মেয়ে কী ভাবে এমন খারাপ একটা ছেলেকে বিয়ে করতে পারে! আমি মনে করি শোয়েব মালিক একদিন সানা জাভেদকেও ডিভোর্স দেবে এবং এক্সকে বিয়ে করবে। তারপর ওএক্সকে ডিভোর্স দিয়ে ওয়াইকে বিয়ে করবে। তারপর ও ওয়াইকে ডিভোর্স দিয়ে জেডকে বিয়ে করবে। আবার ও ডিভোর্স না দিয়েও ৪ স্ত্রীর সঙ্গে থাকতেও পারে।’


সানিয়া মির্জার আগে শোয়েব মালিক বিয়ে করেছিলেন আয়েষা সিদ্দিকি নামের এক হায়দরাবাদের মহিলাকে। পাশাপাশি জানা গিয়েছে, পাক অভিনেত্রী সানারও এটি প্রথম বিয়ে নয়। এর আগে তিনি পাকিস্তানের এক গায়ককে বিয়ে করেছিলেন। শোয়েবের বোন জানিয়েছেন, সানিয়ার সঙ্গে যা হয়েছে তা তাঁদের পরিবার মেনে নিতে পারেনি। দাদার বিবাহ বহির্ভূত সম্পর্ক তাঁদের পরিবারের কেউ পছন্দ করত না বলেই জানিয়েছেন শোয়েবের বোন। তিনি এও জানিয়েছেন, যে কারণে শোয়েব-সানার বিয়েতে তাঁদের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।