India vs South Africa: প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে সূর্যর স্লোগান, ‘শো মাস্ট গো অন’
Suryakumar Yadav on IND vs SA T20I Series: নতুন জেনারেশন, মানসিকতাও নতুন। ভয়ডরহীন ক্রিকেটেই নজর।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সে ভাবেই খেলেছে ভারতীয় দল। রেনবো নেশনে ক্যাপ্টেন সূর্য কী বার্তা দিয়েছেন সতীর্থদের? স্কাই বলছেন, 'প্রত্যেকেই ভয়ডরহীন। ব্যর্থতার ভয় নেই। মানসিকতা একই থাকে। এটাই প্রয়োজন। টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগ করতে হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে ভাবে খেলে, এখানেও সেভাবেই খেলার কথা বলেছি।'
কলকাতা: ঘরের মাঠে সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। দু-দলই অবশ্য তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছিল। বিশ্বকাপ শেষ হতে না হতেই অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় দলকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। নেতৃত্বের অভিষেকে সিরিজ জয় সূর্যর। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারায় ভারত। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটেই খেলার কথা ছিল রোহিত শর্মার। যদিও সাদা বলের ক্রিকেটে বিশ্রাম নেন রোহিত শর্মা-বিরাট কোহলির মতো তারকারা। প্রোটিয়াদের বিরুদ্ধেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তার আগে বলছেন, ‘শো মাস্ট গো অন’। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটেনি। টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। টি-টোয়েন্টি সিরিজে সেই অজিদের হারালেও বিশ্বকাপের ক্ষত অক্ষত সূর্যর। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সূর্য বলেন, ‘বিশ্বকাপ ফাইনাল হারের ধাক্কা থেকে বেরনো খুবই কঠিন। ওদের আলাদা ফরম্য়াটে হারিয়েছি। কিছুটা হয়তো আত্মবিশ্বাস বাড়িয়েছে। যেটা আমরা বলে থাকি, শো-মাস্ট গো অন। আমাদের এগিয়ে যেতে হবে।’
দক্ষিণ আফ্রিকার পিচে পেস বাউন্স থাকবে সেটাই প্রত্যাশিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির সুযোগও কম। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচ এবং আইপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেওয়া যাবে, এমনটাই মত অধিনায়ক সূর্যকুমার যাদবের। বলছেন, ‘বিশ্বকাপের আগে খুবই কম ম্য়াচ রয়েছে। তবে আইপিএলে ১৪টি লিগ গেম রয়েছে। প্লেয়ারদের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমাদের টিম বেছে নিতে কোনও সমস্যা হবে না। প্রত্যেকেই ভূমিকা জানে, নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। আর দক্ষিণ আফ্রিকার এরকম পিচে আগেও সকলের খেলার অভিজ্ঞতা রয়েছে। এটা কোনও বিষয় নয়। নিজের স্বভাবসিদ্ধা খেলাটাই আসল। গতিময় পিচের জন্য প্রস্তুত।’
নতুন জেনারেশন, মানসিকতাও নতুন। ভয়ডরহীন ক্রিকেটেই নজর। ক্যাপ্টেন সূর্য কী বার্তা দিয়েছেন সতীর্থদের? স্কাই বলছেন, ‘প্রত্যেকেই ভয়ডরহীন। ব্যর্থতার ভয় নেই। মানসিকতা একই থাকে। এটাই প্রয়োজন। টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগ করতে হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে ভাবে খেলে, এখানেও সেভাবেই খেলার কথা বলেছি।’