Shreyas Iyer: চোট বিতর্কে নয়া মোড়, ফিট হয়েও আবার ‘আনফিট’ শ্রেয়স

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 12, 2023 | 5:43 PM

Asia Cup 2023: দু'দিন ধরে চলা ভারত-পাক ম্যাচে ব্যাটে-বলে গ্রিন আর্মিকে পরাস্ত করেছে ভারত। এরই মাঝে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। পিঠে অল্প চোটের কারণে, পাক ম্যাচে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পান লোকেশ রাহুল। আজ কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন না। বিসিসিআইয়ের পক্ষ থেকে তাঁর মেডিকেল আপডেট শেয়ার করা হয়েছে।

Shreyas Iyer: চোট বিতর্কে নয়া মোড়, ফিট হয়েও আবার আনফিট শ্রেয়স
Shreyas Iyer: চোট বিতর্কে নয়া মোড়, ফিট হয়েও আবার 'আনফিট' শ্রেয়স
Image Credit source: BCCI

Follow Us

কলম্বো: এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয়ের পরও অস্বস্তি ভারতীয় শিবিরে। বাবর আজমের টিমের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কুলদীপ যাদব নিয়েছেন ফাইফার। দু’দিন ধরে চলা ভারত-পাক ম্যাচে ব্যাটে-বলে গ্রিন আর্মিকে পরাস্ত করেছে ভারত। এরই মাঝে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। পিঠে অল্প চোটের কারণে, পাক ম্যাচে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পান লোকেশ রাহুল। আজ কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন না। বিসিসিআইয়ের পক্ষ থেকে তাঁর মেডিকেল আপডেট শেয়ার করা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপের পর রয়েছে ওডিআই বিশ্বকাপ। যে কারণে বার বার ক্রিকেট মহলে বলা হচ্ছিল, চোট পাওয়া ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তাড়াহুড়ো করার প্রশ্নই নেই। চলতি বছরে বর্ডার-গাভাসকর ট্রফির আমেদাবাদ টেস্টের সময় পিঠে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই চোট এতটাই মারাত্মক ছিল যে, মার্চ মাস থেকে মাঠের বাইরে শ্রেয়স। কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে খেলেননি তিনি। লন্ডনে পিঠের অস্ত্রোপচার করাতে হয় তাঁকে।

শ্রেয়স আইয়ারের মতো লোকেশ রাহুলও দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন থাই মাসেলে চোটের কারণে। অথচ, এশিয়া কাপের আগে বার বার শোনা যাচ্ছিল দ্রুত সুস্থ হয়ে উঠেছেন রাহুল ও শ্রেয়স। তাঁরা দীর্ঘদিন এনসিএতে রিহ্যাব পর্ব কাটান। তারপর এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে ফেরেন। এই দুই ক্রিকেটারকে ভারতের ওডিআই বিশ্বকাপের স্কোয়াডেও রাখা হয়েছে। তারই মাঝে এশিয়া কাপে হঠাৎ চোট রাহুলের।

বিসিসিআইয়ের মেডিকেল আপডেটে জানানো হয়েছে, শ্রেয়স আইয়ারের ব্যাক স্প্যাজম পুরোপুরি ঠিক হয়নি। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। তিনি আজ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সুপার ফোরের ম্যাচের জন্য সফর করবেন না।

এশিয়া কাপ শেষ হওয়ার পর রয়েছে ওডিআই বিশ্বকাপ। মহাদেশীয় টুর্নামেন্টের আগে তিনি ফিট হয়ে ওঠায়, ভারতের বিশ্বকাপ টিমে তাঁকে রাখা হয়েছে। এ বার হঠাৎ করে শ্রেয়সের পিঠের চোট অবশ্য টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়ে দিল।

Next Article