Shreyas Iyer: লন্ডনে শ্রেয়সের সফল অস্ত্রোপচার, কবে মাঠে ফিরছেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 21, 2023 | 4:03 PM

Shreyas Iyer Surgery: পিঠের চোটের সফল অস্ত্রোপচার হয়েছে ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের। চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স। ২২ গজে ফিরতে তাঁর কমপক্ষে তিন মাস সময় লাগবে।

Shreyas Iyer: লন্ডনে শ্রেয়সের সফল অস্ত্রোপচার, কবে মাঠে ফিরছেন?
শ্রেয়সের সফল অস্ত্রোপচার, কবে মাঠে ফিরছেন?
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: আইপিএলে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য চেয়েছিলেন অস্ত্রোপচার না করাতে। অবশেষে বিসিসিআইয়ের (BCCI) কাছে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন ভারতের তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। জানা গিয়েছে, সেখানেই মঙ্গলবার তাঁর পিঠের সফল অস্ত্রোপচার (Surgery) হয়েছে। চলতি বছরে বর্ডার-গাভাসকর ট্রফির আমেদাবাদ টেস্টের সময় পিঠে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। সেই চোট এতটাই গুরুতর হয়েছিল, যার ফলে ১৬তম আইপিএল থেকে তিনি ছিটকে যান। শুধু তাই নয়, জুন মাসে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন শ্রেয়স। এ বার প্রশ্ন তা হলে কবে ২২ গজে ফিরছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার শ্রেয়স আইয়ারেরর সফল অস্ত্রোপচার হয়েছে। গতকাল, বৃহস্পতিবার তিনি একটু হাঁটাচলাও করেছেন। এই অস্ত্রোপচারের ফলে কমপক্ষে তিন মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। বর্তমানে শ্রেয়স লন্ডনেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরে দেশের মাটিতে রয়েছে ওডিআই বিশ্বকাপ। মনে করা হচ্ছে, ভারতে হতে চলা ওডিআই বিশ্বকাপের আগে শ্রেয়স পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

সদ্য শ্রেয়স আইয়ার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, একটি রুমের জানলা থেকে তাঁর মা বসে বসে বাইরের মানুষদের দেখছেন। তাঁর হাতে কফি কাপ। যা দেখে বোঝাই যাচ্ছে ছেলের অস্ত্রোপচার হওয়ার জন্য তাঁর সঙ্গে লন্ডনে গিয়েছেন শ্রেয়সের মা। সেই ভিডিয়োর ক্যাপশনে শ্রেয়স লেখেন, ‘নতুন হবি খুঁজে পেয়েছি, #PEOPLEWATCHING’

শ্রেয়স আইয়ারের ইন্সটাগ্রাম স্টোরির স্ক্রিনশট।

প্রসঙ্গত, ১৬তম আইপিএল থেকে যেহেতু ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার তাই তাঁর বদলে নাইটদের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন নীতীশ রানা। এ বারের আইপিএলে এখনও অবধি কেকেআর মোট ৬টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ২টি জিতেছে কেকেআর। আর ৪টিতে হেরেছে কিং খানের দল। হারের হ্যাটট্রিক করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের পয়েন্ট ৪। নেট রান রেট +০.২১৪।

Next Article