Shreyas Iyer: কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রেয়স আইয়ার?

Shreyas Iyer Girlfriend: মিঠে-কড়া শীতে মুচমুচে খবর সামনে আসলেই আলোচনা হয় জমে ক্ষীর। আজ ৬ ডিসেম্বর। ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) জন্মদিন। জীবনের ২৮টি বসন্ত পেরিয়ে এসেছেন শ্রেয়স। আজ ২৯তম জন্মদিন পালন করছেন শ্রেয়স। জন্মদিন বলে আজ রিঙ্কু-সূর্যদের সঙ্গে প্রোটিয়া সফরের উদ্দেশ্যে পাড়ি দেননি শ্রেয়স। জন্মদিনে জেনে নিন শ্রেয়স কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

Shreyas Iyer: কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রেয়স আইয়ার?
Shreyas Iyer: কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রেয়স আইয়ার?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 06, 2023 | 6:53 PM

মুম্বই: ক্যালেন্ডার বলছে ডিসেম্বরের ৫টা দিন পেরিয়েছে। মিঠে-কড়া শীতে মুচমুচে খবর সামনে আসলেই আলোচনা হয় জমে ক্ষীর। আজ ৬ ডিসেম্বর। ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) জন্মদিন। জীবনের ২৮টি বসন্ত পেরিয়ে এসেছেন শ্রেয়স। আজ ২৯তম জন্মদিন পালন করছেন শ্রেয়স। জন্মদিন বলে আজ রিঙ্কু-সূর্যদের সঙ্গে প্রোটিয়া সফরের উদ্দেশ্যে পাড়ি দেননি শ্রেয়স। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সঙ্গে জন্মদিন পালন করেছেন শ্রেয়স। তাঁর আইপিএল টিম কেকেআর শ্রেয়সের জন্মদিনে কেক কাটার ভিডিয়ো শেয়ার করেছে। শ্রেয়সের জন্মদিনে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল তাঁর ব্যক্তিগত জীবনের কিছু কথা। আরও ভালো করে বললে, কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রেয়স, জেনে নিন বিস্তারিত।


কার সঙ্গে প্রেম করছেন শ্রেয়স আইয়ার?

নেটদুনিয়া বলছে, যাঁকে মন দিয়েছেন শ্রেয়স তাঁর সঙ্গে তাঁকে একাধিকবার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। তিনি তৃষা কুলকার্নি। সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তৃষাকে। বেশ কয়েকটি পার্টি ছাড়াও সস্ত্রীক শার্দূলের সঙ্গে শ্রেয়স ও তৃষাকে নৈশভোজ করতেও দেখা গিয়েছিল।

সস্ত্রীক শার্দূলের সঙ্গে শ্রেয়স ও তৃষা।

এখানেই শেষ নয়। দেশের মাটিতে হওয়া বিশ্বকাপের সময় ভারতের ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন তৃষাও। যেখানে বসে ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীরা খেলা দেখেছিলেন, সেখানেই উপস্থিত ছিলেন তৃষাও। শ্রেয়স যখন ক্রিজে ছিলেন, ভালো শট খেলছিলেন, সেই সময় টেলিভিশন ক্যামেরা ঘুরেছিল তৃষার দিকে। সেই ভিডিয়োও রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ওডিআই বিশ্বকাপ চলাকালীন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় টিমের দিওয়ালি পার্টি ছিল। সেখানে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের স্ত্রী, বান্ধবীরা উপস্থিত ছিলেন। সেখানে শ্রেয়সের সঙ্গে দেখা গিয়েছিল তৃষা কুলকার্নিকেও। তারপর থেকে শ্রেয়স ও তৃষার প্রেমের গুঞ্জন আরও জোরাল হয়েছে। অবশ্য শ্রেয়স, তৃষা নিজেদের সম্পর্ক নিয়ে কিছুই জানাননি। তৃষা কুলকার্নির ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট রয়েছে। ফলে তাঁর সোশ্যাল মিডিয়া ওয়ালে কী রয়েছে, তা জানা যায়নি।

এর আগে একাধিকবার ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী চাহালের সঙ্গেও শ্রেয়স আইয়ারের নাম জড়িয়েছে। তাঁদের কখনও একসঙ্গে নাচ করতে দেখা গিয়েছে। কখনও কোনও কমন ফ্রেন্ডের বাড়ির অনুষ্ঠানে দেখা গিয়েছিল। যার ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল, যুজির স্ত্রী ধনশ্রী প্রেম করছেন শ্রেয়সের সঙ্গে।