কলকাতা: চিন্নাস্বামী স্টেডিয়ামে সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরি করে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন শুভমন গিল (Shubman Gill)। তাঁরই ব্যাটে বিরাটদের প্লে অফে খেলার সম্ভাবনা ধুলোয় মিশে গিয়েছে। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের দিনের ঝলক দেখা গেল না। প্রথম চেষ্টায় দলকে ফাইনালে তুলতে পারেননি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে শুভমনের ব্যাটে আগের দিনের মারমুখী চেহারা খুঁজে পাওয়া যায়নি। ৩৮ বলে ৪২ রানের ইনিংস মোটেও শুভমনোচিত ব্যাটিং নয়। দল জিতুক বা হারুক, ব্যক্তিগতভাবে এদিনও মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় হিসেবে এক মরসুমে ৭০০ রানের গণ্ডি অতিক্রম করলেন তিনি (IPL 2023)। এখানেও গিল তাড়া করছেন বিরাট কোহলিকে (Virat Kohli)। শুভমনের আগে ভারতীয় হিসেবে একমাত্র এক মরসুমে ৭০০ বা তার বেশি রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির ঝুলিতে।২০১৬ সালে এক মরসুমে সর্বাধিক ৯৭৩ রান করেছিলেন বিরাট। কোহলিকে ছোঁয়ার উপায় না থাকলেও এখানেও অগ্রজের পিছে পিছে পঞ্জাব কা পুত্তর। বিস্তারিত রইল Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
শুধু বিরাটই নন, আরসিবির আরও এক তারকা ক্রিকেটারকে তাড়া করছেন শুভমন। তা হল অরেঞ্জ ক্যাপের দৌড়ে। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারের মাথায় ওঠে কমলা টুপি। যে তালিকায় একচ্ছত্র আধিপত্য রেখেছিলেন আরসিবি ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসি। চলতি মরসুমে ১৪ ম্যাচে তাঁর রান সংখ্যা ৭৩০। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফে জায়গা করে নিতে পারেনি। তাই ডুপ্লেসির রান সংখ্যা বাড়ানোর সুযোগ নেই। এই সুযোগে ডুপ্লেসিকে ছাপিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ গুজরাট টাইটান্সের তরুণ ওপেনারের কাছে। গতকালের ৪২ রানের ইনিংসের দৌলতে শুভমনের রান সংখ্যা এখন ৭২২। আর মাত্র ৮ রান করলেই আরসিবি ক্যাপ্টেনকে ছুঁয়ে ফেলবেন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেই ডুপ্লেসিকে হটিয়ে কমলা টুপিতে ভাগ বসাতে পারেন গিল।
গুজরাট টাইটান্স তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ঘরের মাঠে শুভমন অতি ভয়ঙ্কর। বুধবার, এলিমিনেটর ম্যাচে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে আমেদাবাদে ফের একবার ২০২৩ আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে গুজরাট টাইটান্স।